Prank: বিছানার জায়গায় বাথটাব রেখে দিলেন স্বামী! স্ত্রী আসতেই…
Viral Video: স্বামী স্ত্রীর সঙ্গে মজা করতে চেয়েছিলেন। সে জন্য বিছানা সরিয়ে বিছানার জায়গায় বাথটাব রেখেছিলেন তিনি।
পরিবারের লোকের সঙ্গে অনেকেই প্রাঙ্ক, হাসিঠাট্টা করে থাকেন। মজার মাধ্যমে নিজেদের সম্পর্ককে ঝালিয়ে নেন অনেক দম্পতি। সে রকমই স্ত্রীর সঙ্গে মজা করতে চেয়েছিলেন স্বামী। মজার করতে গিয়ে তিনি যা করেছেন তা ক্যামেরা বন্দিও করেছেন। সেই ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিলেন।
স্বামী স্ত্রীর সঙ্গে মজা করতে চেয়েছিলেন। সে জন্য বিছানা সরিয়ে বিছানার জায়গায় বাথটাব রেখেছিলেন তিনি। ভিডিয়োয় দেখা যাচ্ছে, ওই ব্যক্তি সরিয়ে ফেললেন বিছানার গদি। খাট অবশ্য সেখানে ছিল না। বদলে বেশ উঁচু গদি রাখা ছিল। যা উচ্চতায় প্রায় বিছানার মতোই। সেই বিছানা সরিয়ে সেখানে বাথটাব এনে রাখলেন ওই ব্যক্তি। সেই বাথটাবের মধ্যে জলও ভরলেন তিনি। প্রায় অর্ধেক বাথটাব জল দিয়ে পূর্ণ করলেন তিনি। তার পর বিছানার চাদর দিয়ে বাথটাব ঢেকে দিলেন তিনি। এমন করে বাথটাবকে চাদর দিয়ে ঢেকে দিয়েছিলেন তিনি, দেখে মনে হবে যেন টানটান করে চাদর পাতা রয়েছে বিছানায়। সুন্দর করে বালিশও সেখানে রেখেছিলেন তিনি।
ভিডিয়োয় দেখা যাচ্ছে, এই কাজের কিছুক্ষণ পর সেখানে আসেন ওই ব্যক্তির স্ত্রী। তিনি সে সময় ফোনে কথা বলছিলেন। ফোনে কথা বলতে বলতেই বিছানায় বসে যান তিনি। সঙ্গে সঙ্গে পড়ে যান বাথটাবে। ঘটনার আকস্মিকতায় চিৎকার করে ওঠেন ওই মহিলা। জলে ভিজে যায় তাঁর দেহের একাংশ। তার পর কোনও মতে সেখান থেকে ওঠেন ওই মহিলা।
Cruel husband! ?pic.twitter.com/uEYgltN16O
— Figen (@TheFigen) July 5, 2022
সোশ্যাল মিডিয়ায় আপলোডের পর এই ভিডিয়ো ইতিমধ্যেই দেখা হয়েছে প্রায় ৯৯ লক্ষ বারের বেশি। স্বামীর মজার করার ধরন বেশ মনে লেগেছে নেটিজেনদের। ওই ভিডিয়ো লাইকের সংখ্যাই জানান দিচ্ছে সে কথা।