Jagannatgh Temple: পুরীর জগন্নাথ মন্দিরে ওড়ানো যাবে না ড্রোন, রথযাত্রায় নিষেধাজ্ঞা পুলিশের
Puri: অনভিজ্ঞ কেউ ড্রোন ওড়ালে সেটা ভক্তদের নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকি হতে পারে। সেজন্যই ড্রোন ওড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে আইনত পদক্ষেপ করা হবে।
পুরী: রথযাত্রার (Rath Yatra) আর মাত্র ৮ দিন বাকি। আগামী ২০ জুন, মঙ্গলবার রথযাত্রা। ফলে এখন পুরীতে (Puri) রথযাত্রার শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ইতিমধ্যে জগন্নাথ মন্দির (Jagannath Temple) চত্বর সহ সমগ্র পুরীতে কড়া নিরাপত্তা জারি হয়েছে। এবার পুরীর জগন্নাথ মন্দির চত্বরে ড্রোন (Drones) ওড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি হল। আজ, সোমবার থেকেই এই নির্দেশিকা জারি করেছে পুরী পুলিশ। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ জগন্নাথ মন্দিরে ড্রোন ওড়ালে কড়া পদক্ষেপ করা হবে বলেও পুলিশের তরফে জানানো হয়েছে।
পুরী পুলিশ সূত্রে খবর, আজ, সোমবার থেকে জগন্নাথ মন্দির চত্বরে ড্রোন ওড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ১ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। পুরী পুলিশের এক সিনিয়ার আধিকারিক বলেন, “অনভিজ্ঞ কেউ ড্রোন ওড়ালে সেটা ভক্তদের নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকি হতে পারে। সেজন্যই ড্রোন ওড়ানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কেউ এই নিষেধাজ্ঞা অমান্য করলে তার বিরুদ্ধে আইনত পদক্ষেপ করা হবে।”
উল্লেখ্য, রথের আগে পুরীর জগন্নাথ মন্দির চত্বর ‘রেড জোন’ হিসাবে ঘোষণা করা হয়েছে। ফলে ড্রোন নিয়ম-২০২১ অনুযায়ী, জগন্নাথ মন্দির চত্বরে কোনও গ্যাজেট ওড়ানোর অনুমতি নেই। DGCA-র বৈধ UIN নম্বর ছাড়া কেউ ড্রোন ওড়াতে পারবে না বলেও নির্দেশিকায় উল্লিখিত রয়েছে। তবে কেবল জগন্নাথ মন্দির নয়, গুচিন্ডা মন্দির এবং রথ যেখানে থাকবে, সেই চত্বরেও আগামী ১ জুলাই পর্যন্ত ড্রোন ওড়ানো যাবে না বলে কড়া নিষেধাজ্ঞা জারি করেছে পুরী পুলিশ।
পুলিশের নিষেধাজ্ঞার পরেও কেউ জগন্নাথ মন্দির বা গুচিন্ডা মন্দির চত্বরে ড্রোন ওড়ালে এবং তার থেকে কোন দুর্ঘটনা ঘটলে সম্পত্তিহানি থেকে হতাহতের জন্য দায়ী থাকবে সে। এর আগেও এই নিষেধাজ্ঞা উপেক্ষা করায় কয়েকজনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হয়েছিল, এক ইউটিউবার গ্রেফতার হয়েছিল।
রথের সময় পুরীতে দেশ-বিদেশের প্রচুর ভক্ত সমাগম হয়। ফলে রথের সময় জগন্নাথ মন্দির চত্বর থেকে গুচিন্ডা মন্দির পর্যন্ত গোটা গ্রান্ড রোডে অত্যধিক ভিড় হয়। এছাড়া এই সময় গোটা পুরী শহরে প্রচুর পর্যটকের ভিড় হয়। তাই নিরাপত্তা ঠিক রাখতে, রথের সময় ভিড় সামলাতে এবং ট্রাফিক ঠিক করতে কেবল পুরী জেলা পুলিশের ড্রোন ব্যবহার করার অনুমতি রয়েছে।