Earthquake in Delhi: মধ্যরাতে চিনে জোরাল ভূমিকম্প, কেঁপে উঠল দিল্লি-সহ NCR
Earthquake hits in China: সোমবার রাত সওয়া ১১ নাগাদ প্রথমে ভূমিকম্পে কেঁপে ওঠে উজবেকিস্কান। তার ৩০ মিনিট পর আফটার শকে কেঁপে ওঠে চিন থেকে দিল্লি। এর সপ্তাহ খানেক আগে, গত বৃহস্পতিবার দুপুরে জোরাল ভূমিকম্প হয় আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬। সেই ভূমিকম্পেও প্রতিবেশী পাকিস্তান থেকে কেঁপে উঠেছিল কাশ্মীর, দিল্লি-সহ উত্তর ভারত।
নয়া দিল্লি: ফের কেঁপে উঠল দিল্লি ও সংলগ্ন অঞ্চল। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার দিনই, সোমবার মধ্যরাতে জোরাল ভূমিকম্প অনুভূত হয় রাজধানীতে। মূলত, চিনে ভূমিকম্প হয় এবং তারই প্রভাব পড়ে দিল্লি-সহ এনসিআর অঞ্চলে। কম্পন অনুভূত হয়েছে প্রতিবেশী পাকিস্তান, আফগানিস্তানেও। এই নিয়ে এক সপ্তাহের মধ্যে দু-বার কেঁপে উঠল দিল্লি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলেজি সূত্রে জানা গিয়েছে, সোমবার রাত ১১টা ৩৯ মিনিট নাগাদ ভূমিকম্প হয় চিনের দক্ষিণ শিনজিয়াংয়ে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.২। ভূমিকম্পের উৎসস্থল ছিল চিন সীমান্তের কাছে দক্ষিণ শিনজিয়াংয়ে ভূপৃষ্ঠ থেকে ৮০ কিলোমিটার গভীরে।
চিনে জোরাল ভূমিকম্প হলেও এবং তার প্রভাব দিল্লি-সহ আশপাশের এলাকায় পড়লেও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। তবে শিনজিয়াংয়ে যেমন আতঙ্কে মাঝরাতেই বাড়ি ছেড়ে বাইরে পড়েন সাধারণ মানুষ, তেমনই আতঙ্ক ছড়িয়েছে দিল্লিতেও। জোরাল কম্পন অনুভূত হয়েছে সেখানে। ভূমিকম্পের জেরে সিলিং থেকে ঝোলানো আলো, পাখা কেঁপে ওঠার ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
প্রসঙ্গত, সোমবার রাত সওয়া ১১ নাগাদ প্রথমে ভূমিকম্পে কেঁপে ওঠে উজবেকিস্কান। তার ৩০ মিনিট পর আফটার শকে কেঁপে ওঠে চিন থেকে দিল্লি। এর সপ্তাহ খানেক আগে, গত বৃহস্পতিবার দুপুরে জোরাল ভূমিকম্প হয় আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬। সেই ভূমিকম্পেও প্রতিবেশী পাকিস্তান থেকে কেঁপে উঠেছিল কাশ্মীর, দিল্লি-সহ উত্তর ভারত। পরপর এই ভূমিকম্পে স্বাভাবিকভাবেই আতঙ্ক বাড়ছে।