রিখটার স্কেলে ৬.১, জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী সহ উত্তর ভারত

দিল্লিতে অনুভূত হল ভূমিকম্প, উত্তেজনা

রিখটার স্কেলে ৬.১, জোরাল ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী সহ উত্তর ভারত
ছবি: টুইটার
Follow Us:
| Updated on: Feb 12, 2021 | 11:46 PM

নয়া দিল্লি: শুক্রবার দশটা ত্রিশ। আচমকা কেঁপে ওঠে রাজধানী দিল্লির বিস্তীর্ণ এলাকা। বেশ কিছুক্ষণ কম্পন অনুভূত হয় দিল্লি, উত্তরাখণ্ড, জম্মু-কাশ্মীরেও। পঞ্জাবের লুধিয়ানা কমপ্লেক্সে দু’বার কম্পন অনুভূত হয় বলে। জাতীয় ভূতাত্ত্বিক কেন্দ্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা এএনআই জানিয়েছে অমৃতসরে ১০ টা ৩৪ মিনিট নাগাদ যে ভূমিকম্প অনুভূত হয় রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৬.১। টুইট করে আশঙ্কা প্রকাশ করেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে এদিন রাত ১০ টা ৩১ মিনিটে কেঁপে ওঠে তাজিকিস্তান। রিখটার স্কেলে কম্পনমাত্রা ছিল ৬.৩। পাশাপাশি রাত ১০ টা ৩৪ মিনিটে রিখটার স্কেলে ৬.১ কম্পনমাত্রায় কেঁপে ওঠে অমৃতসর ও পঞ্জাব। সোশ্যাল মিডিয়ায় সাড়া পড়ে যায়। ট্রেন্ডিং হয়ে ওঠে হ্যাশট্যাগ ভূমিকম্প। নেটিজেনরা ছবি, ভিডিও পোস্ট করতে থাকেন।

তবে আপাতত ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি। টুইটারে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওয় দেখা গিয়েছে জম্মু- কাশ্মীরের একাধিক বাড়িতে আসবাবপত্র নড়ছে।