মোদী-শাহ দারুণ বন্ধু, কাল বিজেপিতে যোগ দিলে কোনও অন্যায় নেই: দীনেশ
আগামিকালই বিজেপিতে যোগ দিতে পারেন দীনেশ ত্রিবেদী, জল্পনাই ইতি টেনে জানিয়ে দিয়েছেন নিজেই
নয়া দিল্লি: বিজেপিতে (BJP) যোগ দেওয়ার জন্য তাঁর কারোর আমন্ত্রণ প্রয়োজন নেই। বিজেপিতে যোগ দেওয়ায় কোনও ‘অন্যায়ও’ দেখছেন না সদ্য রাজ্যসভা সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়া দীনেশ ত্রিবেদী (Dinesh Trivedi)। দ্বর্থ্যহীন ভাষায় তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী (PM Modi) আমার দারুণ বন্ধু। অমিত ভাই (Amit Shah) তো বহু বহু বছরের বন্ধু আমার। আমি যেতেই পারতাম (বিজেপিতে), হেঁটে চলে যেতাম। আগামিকাল যদি আমি বিজেপিতে যোগ দেই, এতে কোনও অন্যায় নেই।”
শুক্রবার দীনেশ ত্রিবেদী সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার পর থেকেই রাজনৈতিক মহলে তাঁর দলবদল নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। বিজেপিতে যোগ দিয়ে তিনি ফের একবার রাজ্যসভায় আসতে পারেন, এমন ফিসফাসও ইতিউতি শোনা যাচ্ছে। এই সমস্ত জল্পনায় যেন একেবারে ইতি টেনে দিল তাঁর এই মন্তব্য। তিনি যে বিজেপিতে যোগ দিতে চলেছেন, বস্তুত সেটা নিজেই স্বীকার করে নিয়ে বলেছেন, “শুনলাম ওঁরা আমাকে স্বাগত জানাচ্ছেন। যে জন্য আমি কৃতজ্ঞ। মানুষ যদি সর্বত্র তাঁদের (দলবদল করা নেতাদের) গ্রহণ করে থাকেন, তবে তাঁরা নিশ্চয়ই দেশের জন্য কিছু ভাল কাজ করেছেন।”
আরও পড়ুন: ৯ বছর আগের সেই দিন, মমতার এক চিঠিতেই মন্ত্রিত্ব হারিয়েছিলেন দীনেশ
তথাকথিত অন্যান্য তৃণমূল ত্যাগী নেতাদের মতো অবশ্য আগে থেকে ‘বেসুরো’ হননি প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী। তবে দলকেও কিছুটা চমকে দিয়েই এ দিন ভাষণ দিতে উঠে নজিরবিহীনভাবে ইস্তফা দিয়েছেন তিনি। পদত্যাগের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনিও তৃণমূলের ‘কর্পোরেট কালচার’-এর দিকেই আঙুল তুলেছেন। প্রশান্ত কিশোর ও তাঁর সংস্থার নাম না নিয়ে তিনি বলেন, “যারা রাজনীতির অ আ ক খ বোঝে না তাঁরা দল চালাচ্ছে। কোথাও গিয়ে মুখ খুলতে হয়। আমিও আত্মার ডাকে সাড়া দিয়েছি।”
আরও পড়ুন: মোদীর সঙ্গে বন্ধুত্ব, গুজরাটে বেড়ে ওঠা- বিজেপি যোগের আতসকাচে ‘বেসুরো’ দীনেশ