Hemant Soren: প্রায় ৯ একর অবৈধ জমি, বিএমডব্লু গাড়ি; ইডির চার্জশিটে হেমন্ত সোরেন নিয়ে রয়েছে আরও অনেক কিছু…
ED: ইডি সূত্রে খবর, তদন্ত চলাকালীন প্রতাপের দফতর থেকে ৪৪ পাতার একটি ফাইল তদন্তকারীদের হাতে আসে। ৮.৮৬ একর জমি, যা নিয়ে একের পর এক অভিযোগ, সেই জমি সংক্রান্তই একাধিক তথ্য সেই ফাইলে ছিল বলে খবর। হেমন্তের সঙ্গী হিসাবে রঞ্জিত সিং, রাজকুমার-সহ আরও নাম চার্জশিটে উল্লেখ রয়েছে বলে এনডিটিভি তাদের প্রতিবেদনে জানিয়েছে।
নয়াদিল্লি: ঝাড়খণ্ডের জমি দুর্নীতি মামলায় চার্জশিট দিল ইডি। হেমন্ত সোরেনের বিরুদ্ধে বেআইনিভাবে জমি দখলের অভিযোগ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। চার্জশিটে ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন ছাড়াও নাম রয়েছে রেভিনিউ অফিসার ভানুপ্রতাপ প্রসাদ, দুই সরকারি কর্মীর।
গত জানুয়ারি মাসে হেমন্ত সোরেনকে গ্রেফতার করে ইডি। যদিও গ্রেফতার হওয়ার আগে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তিনি। চম্পই সোরেন এখন সে রাজ্যের মুখ্যমন্ত্রী। ইডি সূত্রে খবর, তদন্ত চলাকালীন প্রতাপের দফতর থেকে ৪৪ পাতার একটি ফাইল তদন্তকারীদের হাতে আসে। ৮.৮৬ একর জমি, যা নিয়ে একের পর এক অভিযোগ, সেই জমি সংক্রান্তই একাধিক তথ্য সেই ফাইলে ছিল বলে খবর। চার্জশিটে উল্লেখ রয়েছে, সোরেনকে ‘বস’ হিসাবে সম্বোধন করতেন ভানুপ্রতাপ।
এজেন্সির দাবি, ২০১১ সালে রাঁচির বারগেইন এলাকায় ৮.৮৬ একর জমি বেআইনিভাবে দখল করেন হেমন্ত সোরেন। প্রায় ৩১ কোটি টাকা মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করার উল্লেখও চার্জশিটে আছে বলে খবর।
হেমন্তের সঙ্গী হিসাবে রঞ্জিত সিং, রাজকুমার-সহ আরও নাম চার্জশিটে উল্লেখ রয়েছে বলে এনডিটিভি তাদের প্রতিবেদনে জানিয়েছে। ৩৩ জন সাক্ষীর বয়ান নিয়েছে ইডি। দিল্লিতে হেমন্তের বাড়ি থেকে ৩৬ লক্ষ টাকা নগদ ও বিএমডব্লু গাড়ি উদ্ধার হয়েছে বলে দাবি ইডির।