বাজি কারখানায় ভয়াবহ আগুন, মৃত ১৫, আহত কমপক্ষে ৩৬
বাজি কারখানায় ভয়াবহ আগুন, ১১ জন শ্রমিকের মৃত্যু
তামিলনাড়ু: বাজি কারখানায় মারাত্মক বিস্ফোরণ। কেঁপে উঠল গোটা এলাকা। ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর বিরধুনগরে। প্রচুর দাহ্য পদার্থ থাকায় সঙ্গে সঙ্গে কারখানাটিতে আগুন ধরে যায়। আগুনে ঝলসে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। গুরুতর আহত হন ২০ জনেরও বেশি।
Tamil Nadu: Fire breaks out at a firecracker factory in Virudhunagar. One death reported. More details awaited.
— ANI (@ANI) February 12, 2021
জানা গিয়েছে, শুক্রবার দুপুর দুটো নাগাদ ওই বাজিকারখানায় বিস্ফোরণ ঘটে। প্রবল শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। কালো ধোঁয়ার ঢেকে যায় ঘটনাস্থল। ছুটে যায় দমকলের কয়েকটি ইঞ্জিন। কয়েক ঘণ্টার প্রচেষ্টায় কিছুটা নিয়ন্ত্রণে আসেনি আগুন। শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে এই বিস্ফোরণে।
Tamil Nadu: Death toll rises to 11 in the fire at a firecracker factory in Virudhunagar, 36 injured. CM announces ex-gratia of Rs 3 Lakhs each to kin of deceased & Rs 1 Lakh for critically injured
PM announces Rs 2 lakhs each for kin of deceased & Rs 50,000 for seriously injured pic.twitter.com/W2XbpgeBwO
— ANI (@ANI) February 12, 2021
তামিলনাড়ু পুলিশ সূত্রে খবর, সাথুরের কাছে এই বাজি কারখানাটিতে সকাল থেকেই বাজি তৈরি হচ্ছিল। কোনও কারণে বাজির মশলা তৈরির সময় বিস্ফোরণ হয়। দাহ্যবস্তু বেশি থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কারখানায় কর্মরত বেশ কয়েকজন শ্রমিক আটকে পড়েন ভিতরেই। আগুনে পুড়ে মৃত্যু হয় ১৬ জনের। আহত হয়েছেন প্রায় ৩৬ জন। তাঁদের উদ্ধার করে স্থানীয় শিবকাশি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় টুইটারে দুঃখপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, বিরুধুনগরের এই ঘটনা ভীষণ দুঃখজনক। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। আহতদের চিকিৎসার বন্দোবস্ত করা হয়েছে। আশা করব শীঘ্রই তাঁরা সেরে উঠবেন।
An ex-gratia of Rs. 2 lakh each has been approved from PMNRF for the next of kin of those who have lost their lives due to a fire in Virudhunagar, Tamil Nadu. Rs. 50,000 would be given to those seriously injured.
— PMO India (@PMOIndia) February 12, 2021
মৃত শ্রমিকদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছে প্রধানমমন্ত্রী দফতর। এছাড়া আহতদের পরিবারকে দেওয়া হবে ৫০ হাজার টাকা। তালিলনাড়ুর মুখ্যমন্ত্রীও নিহতদের পরিবার প্রতি ৩ লক্ষ টাকা এবং আহতদের ১ লক্ষ টাকা করে সাহায্য ঘোষণা করেছেন।