Tej Pratap Yadav’s Video Message: ‘শারীরিক নির্যাতনের শিকার আমি’, ‘গোপন ভিডিয়ো’ প্রকাশ করার হুঁশিয়ারি লালুপুত্র তেজ প্রতাপের
Tej Pratap Yadav’s Video Message: লালু প্রসাগ যাদবের বড় ছেলে তেজ প্রতাপ শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। ভিডিয়ো মেসেজে সেই নির্যাতনের ভিডিয়ো প্রকাশ্যে আনার হুঁশিয়ারিও দেন।
পটনা : সংসারে শান্তি নেই। এই আবহে এবার বিস্ফোরক লালু যাদবের বড় ছেলে তথা আরজেডি নেতা তেজ প্রতাপ যাদব। তাঁর অভিযোগ, বিয়ের পর থেকে বহুবার শারীরিক ও মানসিক অত্যাচারের শিকার হয়েছেন তিনি। শুধু তাই নয়, তাঁর পরিবারও এই ‘নির্যাতনের’ শিকার বলে দাবি করেছেন তেজ প্রতাপ যাদব। পাশাপাশি তিনি সেই সব নির্যাতনের প্রমাণ স্বরূপ ভিডিয়ো প্রকাশ করার হুঁশিয়ারিও দিলেন গণমাধ্যমে।
তেজ প্রতাপ যাদব একটি ভিডিয়ো বিবৃতিতে একাধিক কথা বলেন। প্রায় সাত মিনিট দীর্ঘ সেই ভিডিয়োতে তিনি একটি নিউজ পোর্টালের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। এই পোর্টাল তাঁর বিবাহবিচ্ছেদের মামলা সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। প্রতিবেদনে তাঁকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছিল। এই আবহে ক্ষোভ প্রকাশ করে তেজ প্রতাপ ভিডিয়ো প্রকাশ করে নির্যাতিত হওয়ার প্রমাণ জনসমক্ষে আনার হুঁশিয়ারি দেন। তেজ প্রতাপ বলেন, ‘আমি অগণিত ভিডিয়ো ক্লিপ এবং অন্যান্য প্রমাণ জনসমক্ষে নিয়ে আসতে পারি যেখানে দেখা যাবে আমি, আমার বাবা-মা এবং আমার ভাইবোনদের শারীরিক ও মৌখিক নির্যাতনের শিকার হতে হয়েছে।’
উল্লেখ্য, আরজেডি বিধায়ক তেজ প্রতাপ ২০১৮ সালের মে মাসে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী দারোগা প্রসাদ রাইয়ের নাতনি ঐশ্বর্য্য রাইকে বিয়ে করেছিলেন। তাঁদের বৈবাহিক সম্পর্ক অবশ্য ছয় মাসেরও কম সময় টিকেছিল। ঐশ্বরিয়া শাশুড়ি রাবড়ি দেবীর বাড়িতে থাকতেন। তবে এক বৃষ্টি ভেজা শীতের রাতে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে সাংবাদিকদের সামনে ঐশ্বর্য্য অভিযোগ করেছিলেন যে তাঁকে তাড়িয়ে দেওয়া হয়েছে। তাঁর বাবা চন্দ্রিকা রাই ‘রাজনৈতিকভাবে’ এই অপমানের প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এরপর আরজেডি ছেড়ে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের জেডি(ইউ) তে যোগ দেন। কিন্তু ২০২০ সালের বিধানসভা নির্বাচনে তাঁর বরো পারসা বিধানসভা আসন ধরে রাখতে ব্যর্থ হন। তেজ প্রতাপ যাদব এবং ঐশ্বর্য্যকে এক মাস আগে পটনা হাইকোর্টে একসঙ্গে দেখা গিয়েছিল। তাঁরা কাউন্সেলিংয়ের জন্য গিয়েছিলেন সেখানে। বিবাহবিচ্ছেদের মামলা করা সমস্ত দম্পতির জন্য কাউন্সেলিং বাধ্যতামূলক।