5 State Elections: নো ভ্যাকসিন, নো ভোট! পাঁচ রাজ্যে আর কোন বিধিতে জোর দিতে পারে কমিশন?

5 State Elections: শনিবার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পাশাপাশি করোনাবিধি নিয়েও নির্দেশিকা জারি করতে পারে জাতীয় নির্বাচন কমিশন।

5 State Elections: নো ভ্যাকসিন, নো ভোট! পাঁচ রাজ্যে আর কোন বিধিতে জোর দিতে পারে কমিশন?
Follow Us:
| Edited By: | Updated on: Jan 08, 2022 | 2:41 PM

নয়া দিল্লি : দেশ জুড়ে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৪০ হাজারের কিছু বেশি। এই করোনা পরিস্থিতি মাথায় রেখেই শনিবার পাঁচ রাজ্যের নির্বাচন ঘোষণা করতে চলেছে নির্বাচন কমিশন। তাই নির্বাচন সফল করার পাশাপাশি, সংক্রমণ নিয়ন্ত্রণে রাখাও কমিশনের কাছে একটা বড় চ্যালেঞ্জ। তাই শনিবার নির্ঘণ্ট ঘোষণার পাশাপাশি, করোনা বিধি নিয়েও একগুচ্ছ ঘোষণা হতে পারে বলে সূত্রের খবর।

করোনা বিধি সংক্রান্ত বিষয়ে ইতিমধ্যেই বৈঠক হয়েছে কমিশনে। আর সেই বৈঠকে আধিকারিকরা করোনা বিধি নিয়ে সিদ্ধান্তও নিয়েছেন। সংক্রমণ থেকে রক্ষা পেতে মাস্ক পরার পাশাপাশি, টিকাকরণেও গুরুত্ব দেওয়া হবে বলে সূত্রের খবর। জানা যাচ্ছে, কমিশন সিদ্ধান্ত নিয়েছে, দ্বিতীয় ডোজ় না নেওয়া থাকলে ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। এ দিন নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে করোনা বিধিও স্পষ্ট হয়ে যাবে

কোন বিষয়ে জোর দিতে পারে কমিশন

নো ভ্যাকসিন, নো ভোট

কমিশনের আধিকারিকরা আইসিএমআর, এইমস, স্বাস্থ্য মন্ত্রকের বিশেষজ্ঞদের পরামর্শ নিয়েছেন। বৈঠকে এমন প্রস্তাব উঠে এসেছে যে, ভ্য়াকসিনের দুটি ডোজ় নেওয়া না থাকলে ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। অর্থাৎ নো ভ্যাকসিন, নো ভোট পলিসি কার্যকর করা যায় কি না, তা নিয়ে আলোচনা হয়েছে। তবে এ ব্যাপারে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

বড় জমায়েতে রাশ টানতে পারে কমিশন

ভোটকে কেন্দ্র করে বড়সড় জমায়েত যাতে না হয়, সে দিকে নজর দেবে কমিশন। কোভিড টাস্ক ফোর্সের প্রধান তথা নীতি আয়োগের সদস্য ভিকে পাল জানিয়েছেন, যেখানে বড় জমায়েত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেখানে নির্বাচনি সভা বা মিছিল না করাই উচিৎ।

টিকাকরণে জোর:

উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব সহ যে পাঁচ রাজ্যে আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে, সেখানে যাতে টিকাকরণের হার বৃদ্ধি করা হয়, সেই বিষয়টি নিশ্চিত করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সমস্ত ভোটকর্মীদের অবশ্যই সম্পূর্ণ টিকাপ্রাপ্ত হতে হবে। একইসঙ্গে তাদের প্রথম সারির যোদ্ধা হিসাবে গণ্য করা হবে এবং তারা যাতে দ্রুত বুস্টার বা প্রিকশন ডোজ় পান, সেই বিষয়টিও নিশ্চিত করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যের সমস্ত ভোটাররাও যাতে কমপক্ষে করোনা টিকার একটি ডোজ় পান, সেই বিষয়টি নিশ্চিত করার জন্য় নির্দেশিকা জারি করা হয়েছে।

উল্লেখ্য, উত্তর প্রদেশ(Uttar Pradesh), পঞ্জাব(Punjab), উত্তরাখণ্ড(Uttarakhand), গোয়া (Goa) ও মণিপুরে (Manipur) বিধানসভা নির্বাচন হওয়ার কথা। করোনা ও ওমিক্রন সংক্রমণ বৃদ্ধির কারণে কিছুটা সংশয় দেখা দিলেও জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission of India) তরফে আগেই জানানো হয়েছিল, করোনাবিধি মেনে নির্ধারিত সময়েই বিধানসভা নির্বাচন হবে। শনিবার নির্বাচন কমিশনের তরফে নির্দেশিকা জারি করে জানানো হল, আজই ৫ রাজ্যের নির্বাচনের দিন ঘোষণা করা হবে।

আরও পড়ুন : India’s COVID-19 Cases: ১ সপ্তাহেই ১০ হাজার থেকে লাখের ঘরে দৈনিক আক্রান্তের সংখ্যা! উর্ধ্বমুখী সংক্রমণের হারও