Shiv Sena Crisis: উদ্ধবের হাতছাড়া হতে চলেছে শিবসেনা? শনিবারের মধ্যে নির্বাচন কমিশনকে দিতে হবে জবাব

Election Commission Of India: বিস্তর নাটকের পর, মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন উদ্ধব ঠাকরে। বিজেপির সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন একনাথ শিন্ডে, দেবেন্দ্র ফড়ণবীসকে উপমুখ্যমন্ত্রী করা হয়।

Shiv Sena Crisis: উদ্ধবের হাতছাড়া হতে চলেছে শিবসেনা? শনিবারের মধ্যে নির্বাচন কমিশনকে দিতে হবে জবাব
ছবি: ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Oct 07, 2022 | 6:28 PM

নয়া দিল্লি: শিবসেনা নিয়ে উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) ও একনাথ শিন্ডে শিবিরের মধ্যে দ্বন্দ্ব তুঙ্গে। দলের কর্তৃত্ব নিয়ে লড়াই নির্বাচন কমিশন (Election Commission Of India) অবধি পৌঁছেছিল। এবার এই নিয়ে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিবসেনা সভাপতি উদ্ধব ঠাকরের জবাব চাইল নির্বাচন কমিশন। একনাথ শিন্ডে (Eknath Shinde) শিবিরের পক্ষ থেকে শিবসেনার দলীয় প্রতীক ‘তির-ধনুক’-এর মালিকানা দাবি করা হয়েছে। নির্বাচন কমিশন ৮ অক্টোবর শনিবার বিকেলের মধ্যে উদ্ধব শিবিরকে নিজেদের মতামত জানাতে বলেছে। উদ্ধবকে লেখা চিঠিতে নির্বাচন কমিশন লিখেছে, ৮ অক্টোবর দুপুর ২টোর মধ্যে উপযুক্ত নথি সহ উদ্ধব শিবিরকে নিজেদের মতামত জানাতে বলা হয়েছে।

আসন্ন আন্ধেরি পূর্ব বিধানসভা উপনির্বাচনে প্রার্থীর জন্য দলীয় প্রতীক দাবি করে নির্বাচনে কমিশনে আবেদন জমা দিয়েছিল শিন্ডে শিবির। শিন্ডে শিবিরের আবেদনের পরিপ্রেক্ষিতেই উদ্ধবের মতামত জানতে চেয়েছে নির্বাচন কমিশন।

এনডিটিভি সূত্রে খবর, নির্বাচন কমিশনকে উদ্ধব বলেন, “শিন্ডে নিজে থেকে দলত্যাগ করেছেন, তিনি কখনই দলকে নিজের বলে দাবি করতে পারেন না।” উল্লেখ্য জুন মাসেই সিংহভাগ শিবসেনা বিধায়ককে নিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিরুদ্ধে বিদ্রোহী হয়ে উঠেছিলেন একনাথ শিন্ডে। বিস্তর নাটকের পর, মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন উদ্ধব ঠাকরে। বিজেপির সমর্থন নিয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন একনাথ শিন্ডে, দেবেন্দ্র ফড়ণবীসকে উপমুখ্যমন্ত্রী করা হয়।

৩ নভেম্বর আন্ধেরি পূর্ব বিধানসভা কেন্দ্রে নির্বাচন। উদ্ধব শিবিরের পক্ষ থেকে ওই কেন্দ্রের প্রয়াত বিধায়ক রমেশ লটকের স্ত্রী ঋতুজাকে প্রার্থী করা হয়েছে। কংগ্রেস ও এনসিপি উদ্ধবের প্রার্থীকেই সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী মুরলি পটেলকে সমর্থন জানিয়েছেন শিন্ডে শিবির। আগামী দিনে শিবসেনা নিয়ে দড়ি টানাটানি কোন পর্যায়ে যায়, সেটাই এখন দেখার।