Viral Video: পথচারীদের কানের কাছে ভেঁপু বাজানো, যুবকদের ধরে যা করল পুলিশ…
Madhya Pradesh: রাস্তার ধারে ভেঁপু হাতে জড়ো হয়েছিলেন বেশ কয়েক জন যুবক। সেই রাস্তা দিয়ে কেউ গেলেই পিছন থেকে তাঁর কানের কাছে গিয়ে জোরে ভেঁপু বাজাচ্ছিলেন তাঁরা।
জবলপুর: উৎসবের মরসুমে রাস্তায় রাস্তায় বাঁশি, ভেঁপুর বিক্রি হতে দেখা যায়। কমবয়সিরা সেই ভেঁপু বাজিয়ে আনন্দ করে থাকেন। কিন্তু তা করতে গিয়ে অনেক ক্ষেত্রে স্থানকালের জ্ঞান করেন না কমবয়সিরা। রাস্তাঘাটে চলাচলকারী লোকজনের অসুবিধার তোয়াক্কা না করেই ভেঁপু বাজান অনেকে। মধ্য প্রদেশের জবলপুলে সম্প্রতি এই কাজই করছিলেন কয়েক জন যুবক। নিজ কর্মের ফলও পেয়েছেন তাঁরা। পুলিশ এসে যা করেছে তাঁদের সঙ্গে, সেই ঘটনা ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তা দেখে বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা।
রাস্তার ধারে ভেঁপু হাতে জড়ো হয়েছিলেন বেশ কয়েক জন যুবক। সেই রাস্তা দিয়ে কেউ গেলেই পিছন থেকে তাঁর কানের কাছে গিয়ে জোরে ভেঁপু বাজাচ্ছিলেন তাঁরা। এ ভাবে বেশ কিছুক্ষণ ধরে পথচারীদের উত্ত্যক্ত করছিলেন ভেঁপুবাজানো যুবকরা। খবর পেয়ে সেখানে চলে আসে পুলিশ। পুলিশ এসে পাকড়াও করে অভিযুক্ত যুবকদের। এর পর ‘উচিত’ শিক্ষা দেয় তাঁদের।
ভিডিয়োয় দেখা যাচ্ছ, ওই যুবকদের বাজানো ভেঁপু তাঁদের কানেই চেপে ধরে বাজাচ্ছে পুলিশ। ওই যুবকদের একে অপরকেও নিজেদের কানে ভেঁপু ধরে বাজানো করাচ্ছে পুলিশ। এর পাশাপাশি অভিযুক্তদের কান ধরে উঠবসও করিয়েছে।
জবলপুরের পুলিশ সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছে, অভিযুক্তদের ভেঁপু বাজেয়াপ্ত করা হয়েছে। যদিও তাঁদের আটক করেনি পুলিশ। এই কাজ ভবিষ্যতে করতে বারণ করা হয়েছে তাঁদের।