Encounter: পুলওয়ামায় লুকিয়ে জঙ্গিরা, অভিযানে সেনা, চলছে গুলির লড়াই

ওই এলাকায় জঙ্গিদের গতিবিধির খবর ছিল ভারতীয় সেনার কাছে। তার ভিত্তিতেই শুরু হয় অভিযান। সেনা ও পুলিশের যৌথ বাহিনী সেখানে পৌঁছতেই জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়। কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোটা এলাকা কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে রেখেছে যৌথ বাহিনী। এবং জঙ্গিদের খোঁজে চালানো হচ্ছে তল্লাশি।

Encounter: পুলওয়ামায় লুকিয়ে জঙ্গিরা, অভিযানে সেনা, চলছে গুলির লড়াই
জঙ্গি দমন অভিযানে সেনাImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Nov 11, 2023 | 7:30 PM

শ্রীনগর: ফের জম্মু ও কাশ্মীরে শুরু হল জঙ্গিদমন অভিযান। সে রাজ্যের পুলওয়ামা জেলায় শুরু হয়েছে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই। জম্মু ও কাশ্মীরের পুলিশের পক্ষে এ কথা জানানো হয়েছে। জানা গিয়েছে, পুলওয়ামা জেলার পারিগাম এলাকায় এই এনকাউন্টার চলছে শনিবার দুপুর থেকে।

ওই এলাকায় জঙ্গিদের গতিবিধির খবর ছিল ভারতীয় সেনার কাছে। তার ভিত্তিতেই শুরু হয় অভিযান। সেনা ও পুলিশের যৌথ বাহিনী সেখানে পৌঁছতেই জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়। কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোটা এলাকা কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে রেখেছে যৌথ বাহিনী। এবং জঙ্গিদের খোঁজে চালানো হচ্ছে তল্লাশি। তবে এখনও পর্যন্ত পারিগাম এলাকা থেকে কোনও হতাহতের খবর মেলেনি।

বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের শোপিয়ানে সেনার অভিযানে এক জঙ্গির মৃত্যু হয়েছিল। মৃত জঙ্গি আহমেদ দার দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট (TRF) নামে জঙ্গি সংগঠনের সদস্য বলে জানিয়েছে পুলিশ।

এর দু’সপ্তাহ আগে জম্মু ও কাশ্মীর পুলিশের হেড কনস্টেবলকে গুলি করে খুন করে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। জঙ্গিরাই এই ঘটনা ঘটিয়েছিল বলে অনুমান। তার পর থেকেই উপত্যকার বিভিন্ন প্রান্তে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। শনিবারও চলছে সেই অভিযান।