J&K Encounter: রাজৌরিতে জঙ্গি দমন অভিযানে নেমে বিস্ফোরণে মৃত্যু ২ জওয়ানের, আহত ৪, চলছে গুলির লড়াই
Terrorist: সেনা সূত্রে জানা গিয়েছে, রাজৌরি জেলার ওই এলাকায় ২-৩ জন জঙ্গি লুকিয়ে রয়েছে। তাদের ধরতেই এই এনকাউন্টার বলে জানা গিয়েছে। সেনা সূত্রে জানা গিয়েছে, যৌথ বাহিনী এই জঙ্গি দমন এনকাউন্টার চালাচ্ছে। পুলিশ, সেনা ও সিআরপিএফ জওয়ানদের যৌথ দল চালাচ্ছে এই অভিযান।
রাজৌরি: জঙ্গি দমন অভিযানে নামল ভারতীয় সেনার জওয়ানরা। জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলার কেসারি এলাকায় শুক্রবার এনকাউন্টার চালায় নিরাপত্তা বাহিনী। গত তিন দিনে কাশ্মীরে এটি তৃতীয় অভিযান। সেনা সূত্রে জানা গিয়েছে, রাজৌরি জেলার ওই এলাকায় ২-৩ জন জঙ্গি লুকিয়ে রয়েছে। তাদের ধরতেই এই এনকাউন্টার বলে জানা গিয়েছে। সেনা সূত্রে জানা গিয়েছে, যৌথ বাহিনী এই জঙ্গি দমন এনকাউন্টার চালাচ্ছে। পুলিশ, সেনা ও সিআরপিএফ জওয়ানদের যৌথ দল চালাচ্ছে এই অভিযান। কেসারি এলাকায় জঙ্গিরা লুকিয়ে আছে, সূত্র মারফত এই খবর পায় পুলিশ। তার পরই শুরু করে অভিযান। জঙ্গিদের ধরতে ওই এলাকা পুরো ঘিরে রেখেছে যৌথ বাহিনী। জওয়ানরা ভিতরে ঢোকার চেষ্টা করলে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় সেনাও। এই এনকাউন্টারে জঙ্গির গুলিতে প্রাণ হারিয়েছেন দুই সেনা জওয়ান।
রাজৌরিতে জঙ্গিদের উপস্থিতির খবর পেয়ে অভিযানে নামে যৌথ বাহিনী। সেখানে জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলছে। সেনাদের ঠেকাতে জঙ্গিরা বিস্ফোরণ ঘটায় বে অভিযোগ। সেই বিস্ফোরণে দুই সেনা জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এ ছাড়াও চার জন আহত হয়েছেন। তার মধ্যে রয়েছেন এক সেনা অফিসার। রাজৌরির বানয়ারি হিলস এখনও গুলির লড়াই চলছে।
গত ২ দিনেও জম্মু ও কাশ্মীরের দুটি ভিন্ন এনকাউন্টার চালিয়েছে সেনা জওয়ানরা। সেই ঘটনায় জঙ্গির মৃত্যুও হয়েছে। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় সেনা বাহিনীর এনকাউন্টারে দুই জঙ্গির মৃত্যু হয়েছে। সেখানে জঙ্গিদের থেকে এক ৪৭ সহ বেশ কয়েকটি বন্দুক, গুলি, বিস্ফোরক উদ্ধার হয়েছে বলে জানিয়েছে সেনা। মৃত দুই জঙ্গিই লস্কর-ই-তৈবার সদস্য বলে জানা গিয়েছে। তাদের নাম শাকির মজিদ নাজার এবং হানান আহমেদ। শোপিয়ান জেলার বাসিন্দা তাঁরা। সম্প্রতি এই দুজন জঙ্গি সংগঠনে যোগ দিয়েছিল বলে জানা গিয়েছে।
অন্য দিকে বুধবার জম্মু ও কাশ্মীরের কুপওয়ারার পিচনাদ সেক্টরের জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই হয় সেনা জওয়ানদের। কুপওয়ারা ওই এলাকার নিয়ন্ত্রণ রেখা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালায় জঙ্গিরা। সজাগ সেনা জওয়ানরা জঙ্গিদের সেই চেষ্টা ব্যর্থ করেছেন। গুলির লড়াইয়ে পিছু হটতে হয় জঙ্গিদের।