J&K Encounter: ২ দিন পরও উপত্যকায় জারি অভিযান, অনন্তনাগে ঘিরে ফেলা হল ২ লস্কর জঙ্গিকে

Jammu Kashmir: মঙ্গলবার রাত থেকে জম্মু-কাশ্মীরের অনন্তনাগে জঙ্গি দমন অভিযান শুরু হয়। বুধবার দিন-রাত ধরে চলে এই অভিযান। সেনা-জঙ্গি সংঘর্ষে দুই সেনা জওয়ান ও এক পুলিশ কর্মীর মৃত্যু হয়। এরপরও অভিযান চালু ছিল। বৃহস্পতিবার জম্মু-কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়, অনন্তনাগে দুই জঙ্গিকে ঘিরে ফেলা হয়েছে।

J&K Encounter: ২ দিন পরও উপত্যকায় জারি অভিযান, অনন্তনাগে ঘিরে ফেলা হল ২ লস্কর জঙ্গিকে
লস্কর জঙ্গি। Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Sep 14, 2023 | 12:48 PM

শ্রীনগর: দুই দিন পার হতে চলল, এখনও উপত্যকায় জারি রয়েছে জঙ্গি দমন অভিযান (Anti-Terror Operation)। মঙ্গলবার রাত থেকে জম্মু-কাশ্মীরের (Jammu Kashmir) অনন্তনাগে জঙ্গি দমন অভিযান শুরু হয়। বুধবার দিন-রাত ধরে চলে এই অভিযান। সেনা-জঙ্গি সংঘর্ষে দুই সেনা জওয়ান ও এক পুলিশ কর্মীর মৃত্যু হয়। এরপরও অভিযান চালু ছিল। বৃহস্পতিবার জম্মু-কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়, অনন্তনাগে দুই জঙ্গিকে ঘিরে ফেলা হয়েছে। ওই দুই জঙ্গি লস্কর-ই-তৈবা (Lashkar-e-Taiba) সংগঠনের সদস্য বলেই জানা গিয়েছে।

কাশ্মীর পুলিশের তরফে এ দিন সকালে টুইটারে বলা হয়, “শহিদ কর্নেল মনপ্রীত সিং, মেজর আশীষ ধোনাক ও ডিএসপি হুমায়ুন ভাট যেভাবে নিজেদের প্রাণ বলিদান করেছেন, তাদের বীরত্বের প্রতি শ্রদ্ধা। আমাদের বাহিনী অটল সংকল্প নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছে। উজাইর খান সহ দুই লস্কর-ই-তৈবা জঙ্গিকে ঘিরে ফেলা হয়েছে।”

সূত্রের খবর, সম্প্রতি জম্মু-কাশ্মীরের পীর পাঞ্চল, পুঞ্চ ও রাজৌরিতে যে জঙ্গি গতিবিধি ও হামলা চলছে, তা জঙ্গিদের পরিকল্পনা পরিবর্তনের কারণে হচ্ছে। উপত্যকায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি এবং একের পর এক ব্যর্থ অনুপ্রবেশের চেষ্টার কারণেই জঙ্গিরা রাজৌরি, পুঞ্চ, অনন্তনাগ সহ একাধিক জায়গায় গতিবিধি বাড়িয়েছে পাক জঙ্গিরা। বিগত কয়েক মাসে নিয়ন্ত্রণ রেখা দিয়ে একাধিক অনুপ্রবেশের চেষ্টা রুখেছে বিএসএফ বাহিনী।

নর্থান কম্যান্ডের কর্নেল উপেন্দ্র দ্বিবেদী জানান, বর্তমানে জঙ্গিরা নেপালের রুট ধরেও ভারতে অনুপ্রবেশ করছে। পাহাড়ের উপরে জঙ্গলগুলি একে অপরের সঙ্গে সংযুক্ত থাকায় জঙ্গিদের গতিবিধিতে সুবিধা হচ্ছে। বর্তমানে যে এনকাউন্টার চলছে অনন্তনাগে, তারা সম্প্রতি জম্মুতেও জঙ্গি হামলার সঙ্গে যুক্ত ছিল বলে মনে করা হচ্ছে।