সূত্রের খবর, সম্প্রতি জম্মু-কাশ্মীরের পীর পাঞ্চল, পুঞ্চ ও রাজৌরিতে যে জঙ্গি গতিবিধি ও হামলা চলছে, তা জঙ্গিদের পরিকল্পনা পরিবর্তনের কারণে হচ্ছে। উপত্যকায় নিরাপত্তা বাহিনীর উপস্থিতি এবং একের পর এক ব্যর্থ অনুপ্রবেশের চেষ্টার কারণেই জঙ্গিরা রাজৌরি, পুঞ্চ, অনন্তনাগ সহ একাধিক জায়গায় গতিবিধি বাড়িয়েছে পাক জঙ্গিরা। বিগত কয়েক মাসে নিয়ন্ত্রণ রেখা দিয়ে একাধিক অনুপ্রবেশের চেষ্টা রুখেছে বিএসএফ বাহিনী।
নর্থান কম্যান্ডের কর্নেল উপেন্দ্র দ্বিবেদী জানান, বর্তমানে জঙ্গিরা নেপালের রুট ধরেও ভারতে অনুপ্রবেশ করছে। পাহাড়ের উপরে জঙ্গলগুলি একে অপরের সঙ্গে সংযুক্ত থাকায় জঙ্গিদের গতিবিধিতে সুবিধা হচ্ছে। বর্তমানে যে এনকাউন্টার চলছে অনন্তনাগে, তারা সম্প্রতি জম্মুতেও জঙ্গি হামলার সঙ্গে যুক্ত ছিল বলে মনে করা হচ্ছে।