ED Summon: রণবীরের পর কপিল-হুমা-হিনা! বেটিং চক্রের তদন্তে সমন পাঠাল ইডি
Mahadev Betting App: মহাদেব বেটিং অ্য়াপের সঙ্গে জড়িত ছিলেন কপিল শর্মা, হুমা কুরেশি, হিনা খান। বিপুল পরিমাণ আর্থিক লেনদেনও হয়েছে তাঁদের মধ্যে। ইডি সূত্রে খবর, মহাদেব বেটিং অ্যাপের প্রচার করতেন হুমা কুরেশি ও হিনা খান। অভিনেতা কপিল শর্মাকে গত বছরের সেপ্টেম্বর মাসে দুবাইয়ে মহাদেব বেটিং অ্যাপের সাকসেস পার্টিতে দেখা গিয়েছিল।
মুম্বই: রণবীর কাপুরের (Ranbir Kapoor) পর এবার কপিল শর্মা (Kapil Sharma), হুমা কুরেশি(Huma Qureshi), হিনা খান (Hina Khan)। বলিউডের তাবড় তাবড় অভিনেতাকে পাঠানো হল সমন (Summon)। মহাদেব বেটিং অ্যাপের (Mahadev Betting App) তদন্তেই এই তিন অভিনেতাকে সমন পাঠানো হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (Enforcement Directorate) তরফে। বুধবারই ইডি দফতরে তলব করা হয়েছিল অভিনেতা রণবীর কাপুরকে। মহাদেব বেটিং অ্যাপের ‘মুখ’ ছিলেন তিনি। আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য জানতেই তলব করা হয়েছিল রণবীরকে। যদিও হাজিরা দেননি রণবীর কাপুর। এবার সমন পাঠানো হল কপিল শর্মা, হুমা কুরেশি ও হিনা খানকেও।
জানা গিয়েছে, মহাদেব বেটিং অ্য়াপের সঙ্গে জড়িত ছিলেন কপিল শর্মা, হুমা কুরেশি, হিনা খান। বিপুল পরিমাণ আর্থিক লেনদেনও হয়েছে তাঁদের মধ্যে। ইডি সূত্রে খবর, মহাদেব বেটিং অ্যাপের প্রচার করতেন হুমা কুরেশি ও হিনা খান। অন্যদিকে, অভিনেতা কপিল শর্মাকে গত বছরের সেপ্টেম্বর মাসে দুবাইয়ে মহাদেব বেটিং অ্যাপের সাকসেস পার্টিতে দেখা গিয়েছিল। ৪০০ কোটিরও বেশি আর্থিক দুর্নীতি মামলায় তাঁরা সরাসরি জড়িত কি না, তা জানতেই সমন পাঠিয়েছে ইডি। কবে তাঁদের ইডি দফতরে হাজিরা দিতে বলা হয়েছে, তা এখনও জানা যায়নি।
অন্যদিকে, বলিউড অভিনেতা রণবীর কাপুরকেও মহাদেব বেটিং অ্যাপ দুর্নীতি মামলার তদন্তে সমন পাঠানো হয়েছিল। সশরীরে হাজিরা দিতে বলা হয়েছে অভিনেতাকে। যদিও এ দিনই জানা যায়, হাজিরা দেওয়ার জন্য দুই সপ্তাহের সময় চেয়েছেন রণবীর।
গত সেপ্টেম্বর মাসেই সামনে আসে মহাদেব বেটিং চক্রের দুর্নীতি। কলকাতা সহ দেশের একাধিক শহরে তল্লাশি চালিয়ে ৪১৭ কোটি টাকা উদ্ধার করে ইডি। এরপরই একের পর এক অভিনেতার নাম সামনে আসতে শুরু করে। সানি লিওনি থেকে টাইগার শ্রফ, নেহা কক্কর, আতিফ আসলাম, রাহাত ফতেহ আলি খান, বিশাল দাদলানি সহ একাধিক অভিনেতা-গায়ক এই বেটিং চক্রের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত বলেই জানানো হয় ইডির তরফে।
মহাদেব বেটিং চক্রের ‘মাথা’ সৌরভ চন্দ্রকারের বিয়েতেও সামিল হয়েছিলেন বলিউডের তারকারা। দুবাইয়ে অনুষ্ঠিত ওই বিয়ে বলিউডের কোনও তারকার বিয়েকেও হার মানাত। টাইগার শ্রফ, সানি লিওনি, নেহা কক্কর, আতিফ আসলাম, রাহাত ফতেহ আলি খান, বিশাল দাদলানি, এলি আব্রাহাম, ভারতী সিং, ভাগ্যশ্রী, কৃতি খারবান্দা, নুসরত ভারুচা, কৃষ্ণা অভিষেক, সুখবিন্দর সিং-কে দেখা গিয়েছিল সৌরভের বিয়ের অনুষ্ঠানে। সেই সময়ই ইডি সূত্রে খবর মিলেছিল, একে একে সমস্ত তারকাকেই জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠানো হবে। বেটিং অ্যাপের সঙ্গে তাঁদের কী যোগ ছিল এবং সৌরভের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য কত টাকা পেয়েছিলেন তারকারা, তা নিয়ে প্রশ্ন করা হবে।