সিবিআই তদন্ত যেন না হয়, গদি ছাড়ার পরই ‘সুপ্রিমে’র দ্বারস্থ হতে পারেন দেশমুখ

পরমবীর সিংয়ের পত্র বোমার পরই বিজেপির তরফ থেকে অনিল দেশমুখের পদত্যাগের দাবি তোলা হয়। তবে সেই সময় পদত্যাগের জল্পনা উড়িয়ে দেন তিনি। উল্টে পরমবীর সিংয়ের বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকিও দিয়েছিলেন।

সিবিআই তদন্ত যেন না হয়, গদি ছাড়ার পরই 'সুপ্রিমে'র দ্বারস্থ হতে পারেন দেশমুখ
অনিল দেশমুখ।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 05, 2021 | 10:54 PM

মুম্বই: স্বরাষ্ট্রমন্ত্রীর গদি ছাড়ার কিছুক্ষণের মধ্যেই সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিলেন অনিল দেশমুখ (Anil Deshmukh)। গত মার্চ মাসে মুম্বই পুলিশ কমিশনার পরমবীর সিং(Param Bir Singh)-কে বদলির নির্দেশ দিয়েছিলেন তিনি। এরপরেই মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেকে চিঠি লিখে অনিল দেশমুখের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ এনেছিলেন প্রাক্তন পুলিশ কর্তা। সোমবার বম্বে হাইকোর্ট গোটা ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরই তিনি পদত্যাগ করেন।

মুকেশ অম্বানীর বাড়ির সামনে থেকে বিস্ফোরক উদ্ধারের মামলার তদন্তে পথ ঘোরাতেই তাঁকে বদলি করা হয়েছিল বলে অভিযোগ করেছিলেন আইপিএস অফিসার পরমবীর সিং। সেই চিঠিতেই তিনি অভিযোগ জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের বিরুদ্ধে। তিনি বলেছিলেন, অম্বানী কাণ্ডে ধৃত অফিসার সচিন ভাজ়েকে প্রতিমাসে ১০০ কোটি টাকা তোলাবাজির লক্ষ্যমাত্রা দিয়েছিলেন। তিনি বিভিন্ন মামলাকে প্রভাবিতও করতেন। এই পত্র বোমার পরই বিজেপির তরফ থেকে অনিল দেশমুখের পদত্যাগের দাবি তোলা হয়। তবে সেই সময় পদত্যাগের জল্পনা উড়িয়ে দেন তিনি। উল্টে পরমবীর সিংয়ের বিরুদ্ধে মানহানির মামলা করার হুমকিও দিয়েছিলেন।

আরও পড়ুন: মাথার দাম ৪০ লাখ, জওয়ানদের ফাঁদে ফেলেছিল টেন পাশ হিদমারের আড়াই চাল!

এ দিকে, সিবিআই (CBI) তদন্তের দাবি করে প্রথমে সুপ্রিম কোর্টে যান পরমবীর সিং। সেখান থেকে প্রত্যাখ্যাত হওয়ার পর বম্বে হাইকোর্টে যান তিনি। গোটা ঘটনার এফআইআর দায়ের না করার জন্য প্রথমে তিরস্কৃত হলেও আজ আদালতের তরফে সিবিআইকে প্রাথমিক তদন্তের নির্দেশ দেওয়া হয়। এই ঘটনার কিছুক্ষণের পরই নিজের পদত্যাগ পত্র জমা দেন স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। তিনি জানান, নৈতিকতার খাতিরে তিনি পদত্যাগ করেছেন। বিকেলে সূত্র মারফত জানা যায়, তিনি সিবিআই তদন্ত বাতিল করতে সুপ্রিম কোর্টে আবেদন জানাতে পারেন।

অন্যদিকে, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে নাম উঠে আসছে প্রবীণ এনসিপি নেতা দিলীপ ওয়ালসে পাতিল(Dilip Walse Patil)। সাতবারের বিধায়ক দিলীপ এনসিপি প্রধান শরদ পাওয়ারের ঘনিষ্ট বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: ভোট গ্রহণের একদিন আগেই উদ্ধার নগদ ২২৫ কোটি টাকা, ১৭৬ কোটির সোনা ও প্রচুর মদ