বিশ্বাস অর্জন করতে হয়, কারোর আদেশে মেলে না, কৌশলেই কি মুখ্যমন্ত্রীকে বিঁধলেন শীর্ষ আদালতের বিচারপতি!
প্রয়াত বিচারপতি এ আর লক্ষ্মণের স্মরণ সভায় এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি এন ভি রমণ (N V Raman)। তাঁর এই মন্তব্যে অন্য সমীকরণের ইঙ্গিত পাচ্ছেন বিশেষজ্ঞরা।
TV 9 বাংলা ডিজিটাল: বিচার ব্যবস্থার সবচেয়ে বড় শক্তি হল মানুষের বিশ্বাস। বিচারপতিদের উচিত নীতির প্রতি অবিচল থেকে অকুতোভয় সিদ্ধান্তে আসা। প্রয়াত বিচারপতি এ আর লক্ষ্মণের স্মরণ সভায় এমনই তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন সুপ্রিম কোর্টের (Supreme Court) বিচারপতি এন ভি রমণ (N V Raman)। তাঁর এই মন্তব্যে অন্য সমীকরণের ইঙ্গিত পাচ্ছেন বিশেষজ্ঞরা।
কয়েকদিন আগেই অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন্মোহন রেড্ডি (Y S jagan Mohan Reddy)বিচারপতি রামনের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে একটি চিঠি পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদের (S A Bobde) কাছে। চিঠিতে বিচারপতি রমণের সঙ্গে অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা চন্দ্রবাবু নাইডুর (Chandrababu Naidu) নৈকট্যের অভিযোগ এনেছিলেন জগন্মোহন রেড্ডি। এছাড়াও সরাসরি অন্ধ্র প্রদেশ হাইকোর্টের নিরপেক্ষতার উপর প্রশ্নচিহ্ন দাঁড় করিয়েছিলেন তিনি। সে প্রসঙ্গেই কি এই উক্তি রমণের? এই জল্পনাও ঘোরপাক খাচ্ছে ওয়াকিবহাল মহলে।
এ দিন বিচারপতি রমণ বলেন, “ভরসা, আত্মবিশ্বাস এবং গ্রহণযোগ্যতা কারোর আদেশে মেলে না, অর্জন করতে হয়।” তিনি এ-ও বলেন, “একজন বিচারপতির সব ধরনের চাপ সহ্য করেও সব বাধার বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়তে হয়। এটি বিচারপতির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণ।”
মুখ্যমন্ত্রী ওয়াই এস জগন্মোহন রেড্ডির এই নজিরবিহীন চিঠির নিন্দা আগেই এসেছিল সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের তরফে (The Supreme Court Bar Association)। নিন্দায় সরব হয়েছিলেন সুপ্রিম কোর্ট অ্য়াডভোকেটস-অন-রেকর্ড অ্যাসোসিয়েশনও (Supreme Court Advocates-On-Record Association)। বার অ্য়াসোসিয়েশনের তরফে জানানো হয়েছিল, প্রশাসনিক কর্তাদের পক্ষ থেকে এরূপ কার্যকলাপ বিচার ব্যবস্থার স্বাধীনতায় প্রভাব ফেলে।
অল ইন্ডিয়া বার অ্যসোসিয়েশন ( All India Bar Association) সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদের কাছে জগন্মোহন রেড্ডির বিরুদ্ধে আদালতের অবমাননার মামালা আনার আর্জিও পেশ করেছিল। তারই মধ্যে এমন মন্তব্য ভেসে এল বিচারপতি রমণের দিক থেকে।