৫০ বছরের কষ্টার্জিত সম্মান এক মিনিটও লাগে না ধ্বংস করতে: আকবর

২০১৮ সালে ভারতে মিটু আন্দোলন শুরুর সূত্রপাত প্রাক্তন বিদেশ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ থেকে। তাঁর বিরুদ্ধে রমানি ছাড়াও একাধিক মহিলা যৌন হেনস্থার অভিযোগ আনেন

৫০ বছরের কষ্টার্জিত সম্মান এক মিনিটও লাগে না ধ্বংস করতে: আকবর
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Jan 08, 2021 | 10:39 AM

নয়া দিল্লি: সম্মান প্রতিষ্ঠা করতে ৫০ বছর সময় লেগেছিল। এক লহমায় ভূলুন্ঠিত করে দিয়েছেন সাংবাদিক প্রিয়া রমানি। বৃহস্পতিবার দিল্লি কোর্টে রমানির বিরুদ্ধে মানহানি মামালায় এমনই তাঁর আক্ষেপ শোনা গেল প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী এম জে আকবরের গলায়। এ দিন তাঁরই দায়ের করা মানহানি মামলার চূড়ান্ত পর্যায়ের শুনানি চলে অতিরিক্ত মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রবীন্দ্র কুমারের এজলাসে।

প্রাক্তন সাংসদ আকবরের আইনজীবী গীতা লুথর এ দিন ব্যাখ্যা করেন, প্রাক্তন মন্ত্রীর কষ্টার্জিত সম্মান কীভাবে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। এবং পুরোটাই মিথ্যে অভিযোগের ভিত্তিতে। এ দিন চূড়ান্ত শুনানিতে আকবরের তরফে বক্তব্য পেশ করা হয়। পরবর্তী শুনানি হবে ১২ জানুয়ারি।

২০১৮ সালে ভারতে মিটু আন্দোলন শুরুর সূত্রপাত প্রাক্তন বিদেশ প্রতিমন্ত্রীর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ থেকে। তাঁর বিরুদ্ধে রমানি ছাড়াও একাধিক মহিলা যৌন হেনস্থার অভিযোগ আনেন। আকবরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ প্রকাশ্যে আসতে রাজনৈতিক মহলে চাপান-উতর শুরু হয়। মন্ত্রী পদ থেকে তাঁর অপসারণে মোদী সরকারকে চাপ সৃষ্টি করেন বিরোধীরা। কার্যত বাধ্য হয়েই মন্ত্রী পদ থেকে ইস্তফা দেন এম জে আকবর।

আরও পড়ুন- প্রধানমন্ত্রীর পর এবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে পঞ্জাবের বিজেপি নেতারা, বাড়ছে জল্পনা

এরই মধ্যে রমানির যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেন আকবর। ওই মামলায় প্রিয়া রমানিকে সমন পাঠায় দিল্লি পাতিয়ালা হাউস কোর্টের অতিরিক্ত মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। দশ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিনও পান সাংবাদিক প্রিয়া রমানি।