AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ক্রমশ ঝাঁজ বাড়ছে আন্দোলনের! দিল্লি-জয়পুর হাইওয়ে অবরোধ কৃষকদের

'দিল্লি চলো, দিল্লি চলো, সম্মুক্ত কিষাণ মোর্চার' ব্যানার হাতে দেখা যায় 'স্বরাজ ইন্ডিয়া' প্রধান যোগেন্দ্র যাদবকে।

ক্রমশ ঝাঁজ বাড়ছে আন্দোলনের! দিল্লি-জয়পুর হাইওয়ে অবরোধ কৃষকদের
ছবি- সংগৃহীত
| Updated on: Dec 13, 2020 | 3:09 PM
Share

নয়া দিল্লি: যত দিন বাড়ছে আরও বৃহত্তর হচ্ছে কৃষক আন্দোলন (Farmer’s protest)। ১৮ দিন ধরে সিঙ্ঘু সীমান্তে আন্দোলনরত কৃষকদের একটাই দাবি, প্রত্যাহার করতে হবে কৃষি আইন। এবার দিল্লি-জয়পুর হাইওয়ে অবরোধের পথে হাঁটলেন কৃষকরা।

সেপ্টেম্বর থেকে চলা আন্দোলনের সমর্থনে আজ, রবিবার সকাল থেকেই শাহজাহানপুর জেলায় হাইওয়েতে মিছিল করেন কৃষকরা। বিকাল থেকে অবরুদ্ধ হয়ে যায় হাইওয়ে। সেখানে ‘দিল্লি চলো, দিল্লি চলো, সম্মুক্ত কিষাণ মোর্চার’ ব্যানার হাতে দেখা যায় ‘স্বরাজ ইন্ডিয়া’ প্রধান যোগেন্দ্র যাদবকে।

দিল্লি পুলিস সীমান্তে কড়া ব্যবস্থা নিয়েছে। প্রত্যেকটি হাইওয়েতে বহু সংখ্যক পুলিস মোতায়েন করা হয়েছে। টিকরি ও ধানসা সীমান্ত সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। ঝাতিকরা সীমান্তে শুধু দু চাকার গাড়ি ও পদচারীদের যেতে দিচ্ছে রাজধানীর পুলিস। ঝারোদায় শুধু হরিয়ানা থেকে আসা গাড়িগুলিকে ঢুকতে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: রিপাবলিক টিভির সিইও গ্রেফতার

শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, কৃষি আইনে লাভ হবে কৃষকদের। তাঁরা বাড়তি আয় করতে পারবেন। কিন্তু কৃষি আইনের বিপক্ষে অনড় কৃষকরা। তাঁরা ইতিমধ্যেই সোমবার সারা ভারতে অনশনের ডাক দিয়েছেন। একাধিক বৈঠক হয়েছে কৃষক নেতা ও কেন্দ্রের মধ্যে। কিন্তু কোনও ক্ষেত্রেই রফাসূত্র মেলেনি। ভারত বনধের দিনে অমিত শাহর সঙ্গেও বৈঠকে বসেছিলেন কৃষকরা। কিন্তু সেই বৈঠকও কার্যত নিষ্ফলা। গতকাল দিল্লি সীমান্তে একের পর এক টোল প্লাজা দখল করে নিয়েছিলেন কৃষকরা। টোল ফি ছাড়াই গাড়িগুলিকে যেতে দিতে বাধ্য করেছিলেন তাঁরা। সব মিলিয়ে দিন যত বাড়ছে আন্দোলনের ঝাঁজ ততই তীব্র হচ্ছে।