Rajasthan student: পানীয় জলের বোতলে প্রস্রাব ভরে পান করানো হল ছাত্রীকে, অভিযুক্ত সহপাঠীরা

Urine in water bottle: টিফিনের সময় সে ক্লাস থেকে বেরিয়েছিল। সেই সময়ই তার পানীয় জলের বোতলে স্কুলের ছাত্ররা প্রস্রাব ভরে রাখে। বুঝতে না পেরে জল ভেবে ছাত্রীটি সেই প্রস্রাব পান করে।

Rajasthan student: পানীয় জলের বোতলে প্রস্রাব ভরে পান করানো হল ছাত্রীকে, অভিযুক্ত সহপাঠীরা
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Jul 31, 2023 | 7:47 PM

জয়পুর: প্রেমে সাড়া না দেওয়ার খেসারত! পানীয় জলের বোতলে প্রস্রাব (Urine) ভরে অষ্টম শ্রেণির ছাত্রীকে পান করানোর অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, ছাত্রীটির ব্যাগের ভিতর মিলেছে একটি প্রেমপত্র। ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) ভিলওয়ারা জেলায় সরকারি একটি উচ্চ মাধ্যমিক স্কুলে। অথচ স্কুলের প্রিন্সিপালকে অভিযোগ জানানো হলেও তিনি কোনও পদক্ষেপ করেননি বলে অভিযোগ। যা নিয়ে সোমবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ভিলওয়ারা জেলার লুহারিয়া গ্রামে। ওই ছাত্রীর পরিবারের লোকজন ও এলাকাবাসী অভিযুক্তের বাড়ি এলাকায় গিয়ে বিক্ষোভ দেখায় বলে অভিযোগ। পরিস্থিতি পর্যায়ে পৌঁছয় যে, উত্তেজনা সামাল দিতে লাঠিচার্জ করে পুলিশ।

স্থানীয় এক পুলিশ আধিকারিক জানান, লুহারিয়া গ্রামের একটি সরকারি উচ্চ মাধ্যমিক স্কুলে গত শুক্রবার অষ্টম শ্রেণির এক ছাত্রীর পানীয় জলের বোতলে প্রস্রাব ভরে পান করানো হয়েছে বলে অভিযোগ। স্কুলের ছাত্ররাই একাজ করেছে বলে অভিযোগ ওই ছাত্রীর। সে জানায়, টিফিনের সময় সে ক্লাস থেকে বেরিয়েছিল। সেই সময়ই তার পানীয় জলের বোতলে স্কুলের ছাত্ররা প্রস্রাব ভরে রাখে। বুঝতে না পেরে জল ভেবে ছাত্রীটি সেই প্রস্রাব পান করে। কিছুটা পান করার পর দুর্গন্ধ পায় এবং বুঝতে পারে, সেটা জল নয়, প্রস্রাব। এরপর ব্যাগ খুলতেই সে একটি চিঠি পায়। ওই চিঠিতে আই লাভ ইউ লেখা ছিল।

এরপরই প্রিন্সিপালকে গোটা ঘটনাটি জানায় ওই ছাত্রী। কিন্তু, প্রিন্সিপাল কোনও পদক্ষেপ করেননি বলে অভিযোগ। এরপর এদিন স্কুল খুলতেই বিষয়টি নিয়ে পদক্ষেপের দাবিতে স্কুলে চড়াও হন ছাত্রীর পরিবারের লোকজন সহ গ্রামের মোড়ল। থানাতেও অভিযোগ জানান। তারপর তাঁরা অভিযুক্তের বাড়ি-এলাকায় গিয়ে বিক্ষোভ দেখান এবং অভিযুক্তের বাড়ি লক্ষ্য করে ইট-পাথর ছোড়েন বলে অভিযোগ। তারপর বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ।

তবে যাঁর বাড়ি লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয়েছে, সেই ছাত্রের তরফে থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছেন ভিলওয়ারার এএসপি ঘনশ্যাম শর্মা। তবে এব্যাপারে অভিযোগ দায়ের হলে পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন তিনি। এদিকে, অপ্রীতিকর ঘটনা এড়াতে লুহারিয়া গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।