Shiv Sena MP: ডিনকে দিয়ে হাসপাতালের শৌচাগার সাফ করালেন সাংসদ! মানহানির মামলা দায়ের

Maharashtra Hospital: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, শিবসেনার একনাথ শিন্ডে শিবিরের নেতা হাসপাতাল পরিদর্শনে গিয়েছেন। সেখানে হাসপাতালের ডিন-কে ধমকাচ্ছেন-চমকাচ্ছেন তিনি। এরপরই দেখা যায়, ডিন ঝাড়ু হাতে শৌচাগার পরিষ্কার করছেন। 

Shiv Sena MP: ডিনকে দিয়ে হাসপাতালের শৌচাগার সাফ করালেন সাংসদ! মানহানির মামলা দায়ের
শৌচাগার সাফ করছেন ডিন। ভাইরাল এই ছবি।Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 04, 2023 | 2:27 PM

মুম্বই: তিনদিনে হাসপাতালে ৩৫ রোগীর মৃত্যু! পরিস্থিতি খতিয়ে দেখতেই হাসপাতালে হাজির হয়েছিলেন শিবসেনা সাংসদ হেমন্ত পাটিল। বেহাল দশা দেখে ক্ষেপে লাল সাংসদ। সরকারি হাসপাতালের ডিনের হাতে ধরিয়ে দিয়েছিলেন ঝাড়ু। দাঁড়িয়ে থেকে পরিষ্কার করেছিলেন হাসপাতালের শৌচালয়। তা নিয়েও বিস্তর বিতর্ক শুরু হয়। এবার সাংসদের বিরুদ্ধে দায়ের হল এফআইআর।

আজ, বুধবার পুলিশের তরফে শিবসেনা সাংসদ হেমন্ত পাটিলের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। জানা গিয়েছে, নন্দেদের শঙ্কর রাও চভন সরকারি হাসপাতালের ভারপ্রাপ্ত ডিন এসআর ওয়াকোডে সাংসদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। সরকারি কর্মীকে তাঁর দায়িত্ব পালনে বাধা ও মানহানির অভিযোগ করেছেন তিনি। পাশাপাশি সাংসদের বিরুদ্ধে জনজাতি-উপজাতির বিরুদ্ধে অত্যাচার প্রতিরোধ আইনেও অভিযোগ দায়ের করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, শিবসেনার একনাথ শিন্ডে শিবিরের নেতা হাসপাতাল পরিদর্শনে গিয়েছেন। সেখানে হাসপাতালের ডিন-কে ধমকাচ্ছেন-চমকাচ্ছেন তিনি। এরপরই দেখা যায়, ডিন ঝাড়ু হাতে শৌচাগার পরিষ্কার করছেন।

অভিযোগপত্রে বলা হয়েছে, রোগীমৃত্যুর খবর পাওয়ার পরই মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের হাসপাতাল পরিদর্শনে আসার কথা ছিল। তার আগেই হাসপাতালে আসেন শিবসেনা সাংসদ। তিনি হাসপাতালের নোংরা অবস্থা দেখে ভীষণ রেগে যান এবং ডিনকে ওই শৌচাগার ব্য়বহার করতে বলেন।

অন্যদিকে, শিবসেনা সাংসদ দাবি করেছেন, ৩৫ জন রোগী মৃত্যুর জন্য় চিকিৎসকরাই দায়ী। তাদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হোক। যদিও হাসপাতালের তরফে দাবি করা হয়, ওষুধের কোনও ঘাটতি নেই। যে রোগীদের মৃত্যু হয়েছে, তারা সকলেই শেষ অবস্থায় এসেছিলেন। ফলে চিকিৎসকরা চেষ্টা করলেও তাদের বাঁচাতে পারেননি।