Queen Elizabeth II: দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে রবিবার ভারতে রাষ্ট্রীয় শোকপালন
State Mourning: রবিবার রাষ্ট্রীয় শোক হিসাবে কোনও আনন্দ অনুষ্ঠান হবে না। পাশাপাশি জাতীয় পতাকাও অর্ধনমিত থাকবে।
নয়াদিল্লি: প্রয়াত হয়েছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। ব্রিটেনের রানির মৃত্যুতে শোক পালন করবে ভারতও। দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে ১১ সেপ্টেম্বর, রবিবার ভারতে পালিত হবে রাষ্ট্রীয় শোক। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাষ্ট্রীয় শোক পালনের বিজ্ঞপ্তি জারি করেছে। রবিবার রাষ্ট্রীয় শোক হিসাবে কোনও আনন্দ অনুষ্ঠান হবে না। পাশাপাশি জাতীয় পতাকাও অর্ধনমিত থাকবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, “গ্রেট ব্রিটেন যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ ২০২২ সালের ৮ সেপ্টেম্বর প্রয়াত হয়েছেন। তাঁর প্রতি সম্মান জানাতে রাষ্ট্রীক শোকপালন করবে ভারত সরকার। সারা ভারত জুড়ে সেই শোক পালিত হবে ১১ সেপ্টেম্বর।” দেশের যে সব স্থানে রোজ জাতীয় পতাকা উত্তোলন করা হয়, সেখানে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
গত অক্টোবর থেকেই শারীরিক সমস্যায় ভুগছিলেন দ্বিতীয় এলিজাবেথ। ভারতীয় সময় বৃহস্পতিবার রাতে স্কটল্যান্ডের বালমোরাল প্রাদাসে রানির মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে ব্রিটিশ রাজ পরিবারের তরফে। বৃহস্পতিবার সকালেই রানির চিকিৎসকরা জানিয়েছিলেন, রানির অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসকরা রানির স্বাস্থ্যের উপরে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছিলেন। রানির অসুস্থতার খবর পেয়ে রাজ পরিবারের সকল সদস্যরা একে একে চলে এসেছিলেন। কিন্তু শেষ রক্ষা আর হল না।
কয়েক মাস ধরেই জনসমক্ষে তেমন দেখা যায়নি রানিকে। গত জুন মাসেই রানি দ্বিতীয় এলিজাবেথের ব্রিটিশ সিংহাসনে বসার ৭০তম বার্ষিকী উপলক্ষে প্লাটিনাম জুবিলি উদযাপন করেছিল ব্রিটেন। স্বাস্থ্যের কারণে সেই উদযাপনেরও অধিকাংশ ক্ষেত্রেই জনসমক্ষে আসেননি রানি। দ্বিতীয় এলিজাবেথ সবথেকে বেশিদিন রাজ সিংহাসনে আসীন ছিলে। তাঁর মৃত্যুতে সাত দশকের রাজত্বের অবসান ঘটল।