ED Raid: সাতসকালে ইডি অভিযান, মুখ্য়মন্ত্রী ঘনিষ্ঠ একাধিক বিধায়কের বাড়ি সহ ১৪ জায়গায় চলছে তল্লাশি
এই তল্লাশি অভিযান নিয়ে আজ সকাল ১১টাতে মুখ্যমন্ত্রী নিজের বাসভবনে সাংবাদিক বৈঠক করবেন বলে জানা গিয়েছে।
রায়পুর: সপ্তাহের শুরুর দিনেই ইডির (Enforcement Directorate) অভিযান। সোমবার সকালেই ছত্তীসগঢ়ে (Chhattisgarh) অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাজ্যের ১৪টি জায়গায় তল্লাশি অভিযান (ED Raid) চালানো হচ্ছে। জানা গিয়েছে, কয়লায় শুল্ক সংক্রান্ত দুর্নীতিতে এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে। একাধিক কংগ্রেস নেতা-মন্ত্রী ও তাদের সচিবদের অফিসে তল্লাশি চালানো হচ্ছে। এমনকী, মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল(Bhupesh Baghel)-র ঘনিষ্ঠ সঙ্গীর বাড়িতেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এই তল্লাশি অভিযান নিয়ে আজ সকাল ১১টাতে মুখ্যমন্ত্রী নিজের বাসভবনে সাংবাদিক বৈঠক করবেন বলে জানা গিয়েছে।
জানা গিয়েছে, সম্প্রতিই ছত্তীসগঢ়ে কয়লার উপরে শুল্ক সংক্রান্ত দুর্নীতির অভিযোগ দায়ের হয়েছিল। অভিযোগ, রাজ্যে আমদানি করা কয়লার উপরে বেআইনিভাবে প্রতি টন পিছু ২৫ পয়সা করে শুল্ক বাড়িয়েছিলেন। বেশ কয়েকজন রাজনৈতিক নেতা, আমলারা এই চক্রান্তের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। ইঢি সূত্রে খবর, শুধু ২০২১ সালেই সব মিলিয়ে মোট ৫৪০ কোটি টাকার দুর্নীতি হয়েছে। এই মামলার তদন্তেই আজ ছত্তীসগঢ়ের ১৪টি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি।
সূত্রের খবর, দুর্নীতির ওই টাকা কংগ্রেসের পার্টি ফান্ডে ব্যবহার করা হয়েছিল। এছাড়া একাধিক বিধায়ক-আমলারাও ব্যক্তিগতভাবে ওই টাকা হাতিয়ে নিয়েছিলেন। কোথায় কোথায় ওই টাকা জমা রয়েছে এবং খরচ করা হয়েছে, তা খতিয়ে দেখছে ইডি।
প্রসঙ্গত, ২০২২ সালের অক্টোবরে ইডি ছত্তীসগঢ়ের একাধিক শীর্ষ নেতা, ব্যবসায়ী ও আমলাদের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল। মোট ৪০টি জায়গায় তল্লাশি চালিয়ে নগদ ৪ কোটি টাকা, বিভিন্ন দামী সামগ্রী যার বাজারমূল্য কোটি টাকা এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করেছিল।
আজও যে ১৪ জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে, তার মধ্যে একাধিক কংগ্রেস বিধায়কের বাড়িও রয়েছে বলে জানা গিয়েছে। তবে এই বিষয়ে এখনও কংগ্রেসের তরফে মুখ খোলা হয়নি। মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল তাঁর বাড়িতে সাংবাদিক বৈঠকের ডাক দিয়েছেন।