Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rain Forecast: উত্তর থেকে দক্ষিণ, আগামী ৪ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস, ভিজতে পারে কোন কোন রাজ্য?

Rain Forecast: এর আগে ২০১৫ সালের ৪ এপ্রিল দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রার নিরিখে যা সবথেকে কম।

Rain Forecast: উত্তর থেকে দক্ষিণ, আগামী ৪ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস, ভিজতে পারে কোন কোন রাজ্য?
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: May 01, 2023 | 4:57 PM

নয়া দিল্লি: উত্তর, উত্তর-পূর্ব ভারতের একটা বড় অংশ বৃষ্টি (Rain) চলছে বিগত কয়েকদিন ধরেই। বৃষ্টি হচ্ছে বাংলাতেও। প্রবল বৃষ্টিতে ভিজছে দিল্লি (Rain in Delhi)। সঙ্গে চলছে ঝোড়ো হাওয়ার দাপট। তার জেরে তীব্র দহনের হাত থেকে বেশ খানিকটা রক্ষা পেয়েছে রাজধানীও। বিগত কয়েকদিন সবথেকে বেশি বৃষ্টিপাত হয়েছে দক্ষিণ দিল্লিতে (Delhi)। খুব বেশি না হলেও মোটের উপর ভালই বৃষ্টিপাত হয়েছে এনসিআর অঞ্চলে। হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে রবিবার দিনভর দিল্লির প্রায় সব প্রান্তেই কমবেশি বৃষ্টিপাত হয়েছে। যার ফলে গত একদিনে দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ২৮.৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। যা এই সময়ের নিরিখে বিগত ৮ বছরের মধ্যে রেকর্ড বলে জানা যাচ্ছে। 

এর আগে ২০১৫ সালের ৪ এপ্রিল দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। এই সময়ে সর্বোচ্চ তাপমাত্রার নিরিখে যা সবথেকে কম। অন্যদিকে দেশের আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী চারদিনে দেশের প্রায় সব রাজ্যেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। যদিও বিগত দুদিন থেকেই ইতিমধ্যে প্রায় অনেক রাজ্যেই বৃ্ষ্টি চলছে। সবথেকে বেশি বৃষ্টি দেখা যাচ্ছে উপকূলবর্তী এলাকাগুলিতে। বরিষ্ঠ আবহাওয়াবিদ নরেশ কুমার জানাচ্ছেন, আগামী কয়েকদিনে ভারী বর্ষণ হতে পারে পশ্চিম হিমালয়ের সংলগ্ন এলাকাগুলিতে। স্বাভাবিকের থেকে ৬.৫ সেমি বেশি বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছেন তিনি। 

পাশাপাশি তিনি এও জানাচ্ছেন, শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে পঞ্জাব, হরিয়ানা, পশ্চিম হিমালয়ের সংলগ্ন এলাকাগুলিতে। বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া। মেঘাচ্ছন্ন থাকবে পূর্ব ভারতও। আগামী কয়েকদিন পূর্ব ভারতের একাধিক রাজ্যেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে উত্তর-পূর্ব ভারতেও। দক্ষিণ ভারতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে কর্নাটক, গোয়ার মতো রাজ্যগুলিতে।