G 20 Meeting: ‘ভারত আমেরিকার অবিচ্ছেদ্য অংশীদার’, জি-২০ অর্থমন্ত্রী বৈঠকের আগে বন্ধুত্বের বার্তা ২ দেশের
G 20 Meeting: সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, "ভারত ও আমেরিকা মিলিতভাবে গণতান্ত্রিক মূল্যবোধ ভাগ করে। বিগত কয়েক বছরে দুই দেশের সম্পর্ক মজবুত হয়েছে। সম্প্রতিই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্টেট ভিজিটও দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করেছে।"
নয়া দিল্লি: চলতি বছরে জি-২০ বৈঠকের (G-20 Meeting) সভাপতিত্বের দায়িত্ব পেয়েছে ভারত। দেশের বিভিন্ন প্রান্তে জি-২০ র বিভিন্ন গোষ্ঠীর বৈঠক হচ্ছে। গুজরাটে জি-২০-র সদস্য দেশের অর্থমন্ত্রীদের বৈঠকের (G20 Finance Ministers Meeting) আগে যুগ্ম সাংবাদিক বৈঠকে ভারত ও আমেরিকার অংশীদারী সম্পর্ককে আরও মজবুত করার লক্ষ্যেই সওয়াল করলেন দুই দেশের প্রতিনিধি। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) ও মার্কিন প্রতিনিধি জানেট ইয়েলেন (Janet Yellen)।
সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, “ভারত ও আমেরিকা মিলিতভাবে গণতান্ত্রিক মূল্যবোধ ভাগ করে। বিগত কয়েক বছরে দুই দেশের সম্পর্ক মজবুত হয়েছে। সম্প্রতিই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্টেট ভিজিটও দুই দেশের সম্পর্ককে আরও মজবুত করেছে। আজকের জি-২০ বৈঠকে একাধিক বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করা হবে। আলোচ্য বিষয়গুলির মধ্যে আন্তর্জাতিক বিভিন্ন ব্যাঙ্কগুলির পরিকাঠামো শক্তিশালী করা, নিম্ন-মধ্যবিত্ত দেশগুলির আয় বৃদ্ধি, ক্রিপ্টো সম্পত্তি হিসাব, পরিকাঠামোর উন্নয়ন, বিকল্প বিনিয়োগ ব্যবস্থা, বিকল্প শক্তির ব্যবহার অন্যতম। দুই দেশ একে অপরের সম্পদ ব্যবহার করে উন্নয়নের পথে এগিয়ে যাবে। আমাদের এই মিলিত উদ্যোগ লাভজনক সম্পর্কে পরিণত হবে।”
অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পর মার্কিন ট্রেজারি সেক্রেটারি জানেট ইয়েলেন বলেন, “ভারতে এটা আমার পঞ্চম সফর। ভারত আমেরিকার অবিচ্ছেদ্য অংশীদার। দুই দেশের বন্ধুত্বের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে এবং আগামিদিনে এই সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা করছি।”
তিনি বলেন, “উন্নয়নের ক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিভিন্ন বেসরকারি সংস্থা ভারতে বিনিয়োগ করছে। কারণ ভারত উৎপাদন ও বিনিয়োগের আদর্শ স্থান। বিশ্বের সবথেকে বড় রফতানি মার্কেট আমেরিকা। ভারতও বিপুল সামগ্রী রফতানি করে আমেরিকায়। বিনিয়োগ পরিকল্পনা নিয়ে কাজ করতে আমরা আগ্রহী। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যে সামরিক অভ্যুত্থান করছে, আমরা মিলিতভাবে তার বিরোধিতা করব।”