Gaganyaan Test Flight: ৫ সেকেন্ড আগেই থেমে গেল কাউন্টডাউন, স্থগিত ISRO-র টেস্ট ফ্লাইট

Gaganyaan Test Flight: TV-D1 ফ্লাইট উৎক্ষেপণ করার কথা ছিল ইসরোর। ২০২৫ সালে গগনযানের মূল মিশন হওয়ার কথা। তার আগে পাঠানো হবে হিউম্যানয়েড রোবট, তারও আগে পরপর দুটি টেস্ট ফ্লাইট পাঠানোর কথা।

Gaganyaan Test Flight: ৫ সেকেন্ড আগেই থেমে গেল কাউন্টডাউন, স্থগিত ISRO-র টেস্ট ফ্লাইট
গগনযানের টেস্ট ফ্লাইটের সফল উৎক্ষেপণ করল ইসরো।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Oct 21, 2023 | 9:59 AM

হায়দরাবাদ: ভারতের গগনযান মিশনের প্রথম পদক্ষেপ হিসেবে TV-D1 ফ্লাইট উৎক্ষেপণ করার কথা ছিল ইসরোর। সব প্রস্তুতি সারা হয়ে গিয়েছিল। শ্রীহরিকোটা স্পেস সেন্টার থেকে মহাকাশযান উৎক্ষেপণের একেবারে শেষ মুহূর্তে বাধা। উৎক্ষেপণের ঠিক ৫ সেকেন্ড আগে থেমে গেল কাউন্ডডাউন। উড়ান স্থগিত করার কথা জানানো হল ইসরোর তরফে। ওড়ার ঠিক আগে ইঞ্জিনের অস্বাভাবিক আচরণ দেখেই উড়ান স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সকাল ১০ টায় ফের ওই মহাকাশযান উৎক্ষেপণ করা হবে বলে জানানো হয়েছে ইসরোর তরফে।

ইসরো প্রধান এস সোমনাথ জানিয়েছেন, ইঞ্জিনের ইগনিশন যেভাবে হওয়ার কথা ছিল, সেভাবে হয়নি। ৬ সেকেন্ড আগেই সেটা ধরা পড়ে। এরপরই কাউন্টডাউন থামিয়ে দেওয়া হয়। কী কারণে এমনটা হল, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন এস সোমনাথ। এদিন সকাল ৮টা ৪৫ মিনিটে উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু ৫ সেকেন্ড আগেই সেটি স্থগিত করে দেওয়া হয়।

২০২৫ সালে মূল গগনযান মিশন হওয়ার কথা। ৪০০ কিলোমিটার উচ্চতার কক্ষপথে পাঠানো হবে মহাকাশযান, তাতে থাকবেন তিনজন মহাকাশচারী। তিনদিনের অভিযান শেষে মহাকাশচারীদের নিরাপদে ফিরিয়ে নিয়ে আসা হবে পৃথিবীতে। তার আগে ব্যোমমিত্র নামে একটি হিউম্যানয়েড রোবট পাঠানো হবে, তারও আগে দুটি ট্রায়াল মিশন হবে, তার মধ্যে প্রথমটাই ছিল TV-D1 ফ্লাইট।