Google Map: গুগল ম্যাপ ফেলল বিপদে! মাঝরাতে হয়রান লরিচালক
তামিলনাড়ু থেকে চেরলায়া হয়ে হায়দরাবাদে আসছিল একটি মালবোঝাই লরি। মঙ্গলবার রাতে গাড়িটি যখন তেলঙ্গানার হুসনাবাদে ছিল তখন রাত প্রায় ২টো। সে সময় অন্ধকারে রাস্তা চিনতে পারছিলেন না লরির চালক।
হায়দরাবাদ: অচেনা জায়গায় যাওয়ার জন্য বর্তমান যুগে অধিকাংশেরই ভরসা গুগল ম্যাপ। কিন্তু এই গুগল ম্যাপ অধিকাংশ সময়েই আপনাকে গন্তব্যে পৌঁছে দিলেও সব সময় দেয় তা নয়। অনেক ক্ষেত্রেই গুগল ম্যাপের শরণাপন্ন হয়ে বিপদে পড়তে হয়েছে অনেক মানুষকে। সম্প্রতি সে রকমই ঘটনা ঘটেছে এক লরিচালকের সঙ্গে। গুগল ম্যাপের উপর ভরসা করে রীতিমতো ফাঁপরে পড়তে হয়েছে চালককে।
তামিলনাড়ু থেকে চেরলায়া হয়ে হায়দরাবাদে আসছিল একটি মালবোঝাই লরি। মঙ্গলবার রাতে গাড়িটি যখন তেলঙ্গানার হুসনাবাদে ছিল তখন রাত প্রায় ২টো। সে সময় অন্ধকারে রাস্তা চিনতে পারছিলেন না লরির চালক। সে সময় গুগল ম্যাপের শরণাপন্ন হয়েছিলেন তিনি। গুগল ম্যাপ দেখে যেতে গিয়েই ঘটল বিপত্তি। গুগল ম্যাপ এমন রাস্তা দেখিয়েছে যে রাস্তা জলে ভর্তি। উপায় না দেখে সেই রাস্তায় দিয়েই লরি চালিয়ে যাচ্ছিলেন চালক। কিন্তু কিছুদূর যাওয়ার পর খালে পড়ে যায় লরির চাকা। জলের মধ্যেই আটকে পড়ে সেই লরি। অনেক চেষ্টা করেও আটকে যাওয়া লরিকে সচল করতে পারেননি চালক।
সারা রাত এ ভাবেই কেটে যায় লরির চালক এবং তাঁর সহযোগীর। ভোরের আলো ফুটতেই তাঁরা লরি থেকে নেমে পার্শ্ববর্তী এলাকায় যান। সেখানে গিয়ে স্থানীয়দের সহায়তা চান। এর পর স্থানীয় লোকেরা দড়ি নিয়ে সেখানে আসেন। তাঁদের বহুক্ষণের চেষ্টায় কোনও মতে লরিটিকে খাল থেকে ওঠানো সম্ভব হয়। এর পর আর ওই রাস্তায় এগোনোর সাহস পাননি চালক। গ্রামবাসীদের দেওয়া নির্দেশনা অনুসারে বাইপাস রোড ধরে সেখান থেকে বেরোতে সমর্থ হন ওই লরিচালক।