G-20 Summit Delhi: জি-২০-জ্বরে কাবু গোটা দেশ, কখন-কোন প্ল্যাটফর্মে সরাসরি দেখা যাবে সামিটের অনুষ্ঠান?

Live streaming: জি-২০ সামিট থেকে বিদেশি অতিথিদের বিশেষ আপ্যায়ণের জন্য আয়োজিত সঙ্গীতানুষ্ঠান-সহ অন্যান্য অনুষ্ঠান সরাসরি দেশবাসীকে দেখানোরও ব্যবস্থা করেছে কেন্দ্র। কয়েকটি প্ল্যাটফর্মে জি-২০-র অনুষ্ঠান সরাসরি দেখা যাবে।

G-20 Summit Delhi: জি-২০-জ্বরে কাবু গোটা দেশ, কখন-কোন প্ল্যাটফর্মে সরাসরি দেখা যাবে সামিটের অনুষ্ঠান?
জি-২০ সামিট উপলক্ষ্যে সেজে উঠেছে ভারত মণ্ডপম।
Follow Us:
| Edited By: | Updated on: Sep 08, 2023 | 6:43 PM

নয়া দিল্লি: রাত পোহালেই রাজধানীতে বসতে চলেছে জি-২০ শীর্ষ সম্মেলন (G-20 Summit)। ইতিমধ্যে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা আসতে শুরু করেছেন। আজ, শুক্রবার রাতের মধ্যেই সমস্ত অতিথিবৃন্দ দিল্লিতে হাজির হয়ে যাবেন। তাঁদের স্বাগত জানাতে সেজে উঠেছে ভারত মণ্ডপম (Bharat Mandapam), প্রগতি ময়দান থেকে সমগ্র রাজধানী। জি-২০ সামিটকে সার্বিকভাবে সফল করতে কোনও খামতি রাখেনি নরেন্দ্র মোদীর সরকার। জি-২০ সামিট থেকে বিদেশি অতিথিদের বিশেষ আপ্যায়ণের জন্য আয়োজিত সঙ্গীতানুষ্ঠান-সহ অন্যান্য অনুষ্ঠান সরাসরি (Live Streaming) দেশবাসীকে দেখানোরও ব্যবস্থা করেছে কেন্দ্র। কোন-কোন প্ল্যাটফর্মে জি-২০-র অনুষ্ঠান সরাসরি দেখা যাবে দেখে নিন একনজরে…

কোথায়, কখন জি-২০ সামিট সরাসরি সম্প্রচারিত হবে?

সকাল ৮টায় ভারত মণ্ডপম-এ পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর বেলা ১১টা নাগাদ সামিটের মূল অনুষ্ঠান শুরু হবে। সকাল থেকেই জি-২০-র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হবে। কেন্দ্রের অফিসিয়াল ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মেও জি-২০ আপডেট পাওয়া যাবে। এছাড়া TV9 বাংলার ওয়েবসাইট থেকে ফেসবুক পেজে জি-২০-র প্রতি মুহূর্তের খবরের আপডেট পাবেন।

জি-২০ সামিটের ভেন্যু

নয়া দিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপম-এ বসতে চলেছে জি-২০ সামিট। ভারত মণ্ডপম-এর প্রবেশদ্বারে বসানো হয়েছে ২৭ ফুট দীর্ঘ নৃত্যরত নটরাজের মূর্তি। এছাড়া প্রগতি ময়দান-সহ সমগ্র দিল্লি রঙিন আলোয় সুসজ্জিত করা হয়েছে।

জি-২০-র থিম

এবছর ভারতের সভাপতিত্বে আয়োজিত জি-২০-র থিম হল বসুদেব কুটুম্বকম- এক পৃথিবী, এক পরিবার, এক ভবিষ্যৎ

জি-২০ ভুক্ত দেশ

বিশ্বের উন্নত ও উন্নয়নশীল দেশগুলির আন্তঃসরকারি ফোরাম হল জি-২০। এই দেশের অন্তর্ভুক্ত দেশগুলি হল, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, ব্রাজিল, কানাডা, রাশিয়া, ফ্রান্স, জাপান, জার্মানি, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ইতালি, তুরস্ক, মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব, রিপাবলিক অফ কোরিয়া এবং ইউরোপিয়ান ইউনিয়ন।