RSS meeting in Palakkad: রাজনীতির জন্য নয়, জাতভিত্তিক গণনা শুধু উন্নয়নের জন্য হতে পারে: RSS
RSS meeting in Palakkad: পালাক্কাড়ে শনিবার থেকে শুরু হয় রাষ্ট্রীয় স্বসংসেবক সংঘের অখিল ভারতীয় সমন্বয় বৈঠক। তিনদিনের এই বৈঠক শেষ হল সোমবার। সেখানেই জাতভিত্তিক গণনা নিয়ে নিজেদের বক্তব্য জানায় আরএসএস।
পালাক্কাড়: ক্ষমতায় এলে জাতভিত্তিক জনগণনার কথা বলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। জাতভিত্তিক জনগণনা কি দরকার? এই নিয়ে এবার নিজেদের মতামত জানাল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)। কেরলের পালাক্কাড়ে রাষ্ট্রীয় স্বসংসেবক সংঘের অখিল ভারতীয় সমন্বয় বৈঠকে এই নিয়ে আলোচনা হয়েছে। সোমবার আরএসএস মুখপাত্র সুনীল আম্বেকর বললেন, ভোটের রাজনীতির জন্য জাতভিত্তিক গণনা হওয়া ঠিক নয়। তবে পিছিয়ে পড়া সম্প্রদায় ও জাতের উন্নয়নের জন্য সরকার তথ্য সংগ্রহ করতে পারে।
পালাক্কাড়ে শনিবার থেকে শুরু হয় রাষ্ট্রীয় স্বসংসেবক সংঘের অখিল ভারতীয় সমন্বয় বৈঠক। তিনদিনের এই বৈঠক শেষ হল সোমবার। আরএসএসের বিভিন্ন শাখা সংগঠনের পদাধিকারীরা এই বৈঠকে অংশ নেন। সেই বৈঠকের শেষেই টিভি৯ ভারতবর্ষের তরফে প্রশ্ন করা হয়, জাতভিত্তিক গণনা নিয়ে কি বৈঠকে আলোচনা হয়েছে? সুনীল আম্বেকর বলেন, সংঘ বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবছে। এটা সংবেদনশীল বিষয়। তিনি বলেন, পিছিয়ে পড়া জাতের উন্নয়নের জন্য সরকার এই নিয়ে তথ্য সংগ্রহ করতে পারে। তবে ভোটের রাজনীতির জন্য কখনও একে ব্যবহার করা ঠিক নয়।
কলকাতার আরজি কর কাণ্ড নিয়েও তিনদিনের বৈঠকে আলোচনা হয়েছে। RSS জানিয়েছে, এই ধরনের ঘটনায় লাগাম টানতে দ্রুত বিচার দরকার। সরকারের সক্রিয়তা দরকার। মহিলাদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া দরকার বলেও আরএসএস-র আলোচনায় উঠে এসেছে। এই ধরনের ঘটনায় লাগাম টানতে শৈশব থেকে সন্তানদের ভাল সংস্কার দেওয়া দরকার বলেও মনে করে আরএসএস।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)