PM Modi’s foreign visits: গত ৫ বছরে প্রধানমন্ত্রী মোদীর বিদেশ সফরের খরচ কত? রাজ্যসভায় জানাল সরকার
Expenses of PM Modi's foreign visits: গত ৫ বছরে প্রধানমন্ত্রী মোদীর বিদেশ সফর বাবদ কত খরচ হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন সিপিআইএম-এর রাজ্যসভার সাংসদ এলামারাম করিম।
নয়া দিল্লি: ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই বিরোধীদের আতশ কাচের তলায় প্রায় সবসময়ই রয়েছে নরেন্দ্র মোদীর বিদেশ ভ্রমণ। এর পিছনে সরকারি কোষাগার থেকে কোটি কোটি টাকা খরচ করা হয় সরব বিরোধীরা। সংসদের শীতকালীন অধিবেশনের শুরুতেই ফের একবার রাজ্যসভায় প্রধানমন্ত্রী মোদীর বিদেশ সফরের খরচ নিয়ে প্রশ্ন উঠল। গত ৫ বছরে এই বাবদ সরকারের কত খরচ হয়েছে, তা নিয়ে প্রশ্ন তোলেন সিপিআইএম-এর রাজ্যসভার সাংসদ এলামারাম করিম।
জবাবে, বিদেশ দফতরের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলিধরন রাজ্যসভায় জানান, গত পাঁচ বছরে প্রধানমন্ত্রী মোদী ৩৬টি বিদেশ সফর করেছেন। প্রত্যেকটির লিখিত বিবরণ দিয়েছেন বিদেশ রাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর সাম্প্রতিকতম বিদেশ সফর ছিল ইন্দোনেশিয়ায়। জি-২০-র শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই সফরের জন্য সরকার ৩২,০৯,৭৬০ টাকা খরচ করেছে বলে জানিয়েছেন ভি মুরলিধরন।
তার আগে চলতি বছরের ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর, জাপান সফর করেন প্রধানমন্ত্রী। সেই সফরের খরচ ছিল ২৩,৮৬,৫৩৬ টাকা। বছরের শুরুতে প্রধানমন্ত্রী ইউরোপ সফরে গিয়েছিলেন। সেই সফরের বিশদ বিবরণ দিয়ে বলা হয়েছে, সব মিলিয়ে প্রধানমন্ত্রীর ইউরোপ সফরের জন্য ২,১৫,৬১,৩০৪ টাকা খরচ হয়েছে। এই বছরের শুরুতে ইউরোপ সফর করার আগে, ২০১৯ সালের ২১ থেকে ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী আমেরিকায় গিয়েছিলেন। মাঝে দুই বছর কোভিড-১৯ মহামারির জন্য দেশ ছেড়ে অন্য কোথাও যাননি প্রধানমন্ত্রী। সেই মার্কিন সফরের জন্য ২৩,২৭,০৯,০০০ টাকা খরচ হয়েছিল।
কেন্দ্রীয় বিদেশ রাষ্ট্রমন্ত্রী ভি মুরলীধরন শুধু প্রধানমন্ত্রীর বিদেশ সফরের খরচের বিবরণই দেননি, এই বিদেশ সফরগুলির গুরুত্বও ব্যাখ্যা করেছেন। তাঁর মতে, প্রধানমন্ত্রীর বিদেশ সফর হল ভারতের জাতীয় স্বার্থ পূরণ করার এবং বিদেশী নীতির উদ্দেশ্যগুলি বাস্তবায়ন করার একটি গুরুত্বপূর্ণ উপায়। তিনি বলেন, “এই সফরের সময় যে বোঝাপড়া হয়, তাতে মিত্র দেশগুলির সঙ্গে সম্পর্ক মজবুত করতে এবং জলবায়ু পরিবর্তন, আন্তর্জাতিক অপরাধ, সন্ত্রাসবাদ, সাইবার-নিরাপত্তা ইত্যাদির মতো বৈশ্বিক বিষয়গুলিতে ভারতের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে পেরেছে ভারত।”