Govt Scheme: ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়া নাবালিকাদের পাশে দাঁড়াবে কেন্দ্র, এল নতুন প্রকল্প
ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি)-র রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালে ৫১ হাজার ৮৬৩টি পকসো আইনে মামলা হয়েছে। এর মধ্যে ৩৩ হাজার ৩৪৮ মামলাতেই নির্যাতিতার সঙ্গে জোরপূর্ব যৌনমিলন করা হয়েছে।
নয়াদিল্লি: ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে নাবালিকা। অথচ তাকে দেখার কেউ নেই। তার আশ্রয় নেওয়ার কোনও জায়গা নেই। এ রকম ধর্ষণের জেরে অন্তঃসত্ত্বা হয়ে পড়া নাবালিকাদের পাশে দাঁড়াবে কেন্দ্র। তাদের আশ্রয় দেওয়ার পাশাপাশি দেখভালের ব্যবস্থাও করা হবে। এ জন্য একটি প্রকল্পও আনা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে। নারী ও শিশুকল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি সোমবার এই প্রকল্পের সূচনা করেছেন। নির্ভয়া ফান্ডের অধীনে এই প্রকল্প আনা হয়েছে বলে জানিয়েছেন স্মৃতি ইরানি। এই প্রকল্পের জন্য ৭৪.১০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে।
বিষয়টি নিয়ে স্মৃতি ইরানি বলেছেন, “ধর্ষণ বা যৌন হেনস্থার শিকার হওয়া নাবালিকাদের শারীরিক ও মানসিক ট্রমার মধ্য দিয়ে যেতে হয়। কিন্তু ওই নির্যাতিতা যখন অন্তঃসত্ত্বা হয়ে পড়েন এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য কেউ থাকে না। এই পরিস্থিতির মোকাবিলায় এগিয়ে আসবে সরকার। নির্ভয়া ফান্ডের অধীনে এ নিয়ে আর্থিক সাহায্যের পাশাপাশি মানসিক এবং পরিকাঠামোগত সহায়তাও করবে সরকার।” নির্যাতিতাদের হয়ে আইনি লড়়াইয়ের পাশাপাশি তাদের চিকিৎসা, আশ্রয় এবং খাবারের খরচও দেবে সরকার।
ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি)-র রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালে ৫১ হাজার ৮৬৩টি পকসো আইনে মামলা হয়েছে। এর মধ্যে ৩৩ হাজার ৩৪৮ মামলাতেই নির্যাতিতার সঙ্গে জোরপূর্ব যৌনমিলন করা হয়েছে। এর জেরে নাবালিকাদের অন্তঃসত্ত্বা হয়ে পড়ার মতো ঘটনাও ঘটেছে। সহায় সম্বলহীন নাবালিকাদের পাশে থাকতেই নতুন উদ্যোগ মোদী সরকারের।