বাইকে চেপে ব্যস্ত বাজারে গ্রেনেড ছুড়ল দুষ্কৃতীরা, ঘটনাস্থলেই মৃত্যু দু’জনের

বিস্ফোরণের পরই গোটা এলাকা ঘিরে তল্লাশি চালানো শুরু করেছে পুলিশ। থমথমে পরিবেশ বিরাজ করছে বাজারজুড়ে।

বাইকে চেপে ব্যস্ত বাজারে গ্রেনেড ছুড়ল দুষ্কৃতীরা, ঘটনাস্থলেই মৃত্যু দু'জনের
ছবি- টুইটার
Follow Us:
| Updated on: May 14, 2021 | 4:22 PM

গুয়াহাটি: দুষ্কৃতীদের গ্রেনেড হামলা জেরে অসমের তিনসুকিয়ায় প্রাণ গেল দুইয়ের। শুক্রবার সকালে তিনসুকিয়ার টিংরাই বাজারে এই ঘটনা ঘটে। গ্রেনেডের হামলায় প্রাণ হারান দুই ব্যক্তি। বিস্ফোরণের পরই গোটা এলাকা ঘিরে তল্লাশি চালানো শুরু করেছে পুলিশ। থমথমে পরিবেশ বিরাজ করছে বাজারজুড়ে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, শুক্রবার সকালে বাইকে করে এসে টিংরাই বাজারে আচমকাই একটি হার্ডওয়ার দোকানের সামনে এসে গ্রেনেড ছোড়ে দুই দুষ্কৃতী। যে দোকানের সামনে গ্রেনেড ছোড়া হয় তার মালিকের নাম তরুণ আগরওয়াল বলে খবর। বোমার আহাতে দু’জন ব্যক্তির মৃত্যু হয় ঘটনাস্থলেই। ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় ছুটে যায় সিআরপিএফ এবং পুলিশের সদস্যরা। পুরো এলাকা ঘিরে ফেলা হয়। ঘটনার তদন্তে নেমেছে তিনসুকিয়া পুলিশ।

আরও পড়ুন: PM Kisan Yojana: ভার্চুয়াল মাধ্যমে অষ্টম দফার আর্থিক বরাদ্দ বন্টন নমোর, প্রথমবার অর্থ সাহায্য পেলেন বাংলার কৃষকরাও

প্রশাসনের অনুমান, অসমে বারংবার এহেন হামলা হামলার পিছনে নাশকতার ছক থাকতে পারে। কেননা, ২৪ ঘণ্টা আগেও তিনসুকিয়া জেলায় একইভাবে গ্রেনেডের হামলায় এক শিশুর মৃত্যু হয়েছিল। হিমন্ত বিশ্বশর্মা মুখ্যমন্ত্রীর পদে শপথ নেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে পরপর দুই ঘটনায় নড়েচড়ে বসতে বাধ্য হয়েছে প্রশাসনও। যদিও বৃহস্পতিবারের ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে আখ্যা দিয়েছিল অসম পুলিশ।

আরও পড়ুন: প্রতিশ্রুতির চেয়ে বাংলার কৃষকদের অ্যাকাউন্টে অনেক কম টাকা! বকেয়া আদায়ের লড়াইয়ে মমতা