Marriage Rules: মুখে দাড়ি রেখে বিয়ের পিঁড়িতে বসা যাবে না, বন্ধ প্রি ওয়েডিং শুট, কোথায় জারি হল এমন নিয়ম
Marriage Rules: বলা হয়েছে, বিয়ের অনুষ্ঠানে দাড়ি রাখাও একটা ফ্যাশন হতে পারে কিন্তু সমাজ চলে মূল্যবোধ দিয়ে। তাই বরকে ক্লিন শেভ করতে হবে অর্থাৎ দাড়ি কামিয়ে ফেলতে হবে।
উদয়পুর: দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের মানুষের বসবাস। একেক জায়গায় রয়েছে একেক রকম নিয়ম। ঠিক যেমন রাজস্থানের উদয়পুর। সেখানে একটি গ্রামে বাস মেনারিয়া সম্প্রদায়ের। সেই সম্প্রদায়ের মানুষের জন্য এক বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। সেই মেনারিয়া সম্প্রদায়ের একটি বৈঠক বা সভা ছিল সম্প্রতি। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, বিয়ের সময় ক্লিন শেভ না করে বর ঘোড়ায় চড়তে পারবে না।
দীর্ঘদিন পর, উদয়পুরের গিরওয়া চোখালে মেনারিয়া সমাজের সভা ছিল। সেখানে ৯টি গ্রাম সমিতির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ১৫০০ জনেরও বেশি লোক সভায় উপস্থিত ছিলেন। সমাজের অর্থনৈতিক, শিক্ষাগত, সামাজিক, সাংস্কৃতিক দিক এবং অবস্থা নিয়ে আলোচনা করা হয় সেদিন।
সেই সভায় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বলা হয়, সমাজের যুবকরা বিয়ের সময় দাড়ি রাখবেন না। বলা হয়েছে, বিয়ের অনুষ্ঠানে দাড়ি রাখাও একটা ফ্যাশন হতে পারে কিন্তু সমাজ চলে মূল্যবোধ দিয়ে। তাই বরকে ক্লিন শেভ করতে হবে অর্থাৎ দাড়ি কামিয়ে ফেলতে হবে।
মিটিংয়ে আর একটি বড় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বলা হয়েছে, অপব্যয় বন্ধ করতে এবং সংস্কৃতি রক্ষা করতে ছেলে-মেয়ের প্রি-ওয়েডিং শুটিং না করা যাবে না। যেহেতু পাত্র-পাত্রী, ফটোগ্রাফার ছাড়া কেউ থাকে না এবং সেই সময় কোনও অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।