Gujarat Election 2022 : ‘শ্রীকৃষ্ণের পবিত্রভূমি থেকে লড়বেন আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী’, হিন্দুত্বকে ‘হাতিয়ার’ কেজরীবালের

Gujarat Election 2022 : গুজরাটে আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ইসুদান গাধভি। কেজরীবাল এদিন জানিয়েছেন তিনি খাম্ভালিয়া থেকে নির্বাচনে লড়বেন।

Gujarat Election 2022 : 'শ্রীকৃষ্ণের পবিত্রভূমি থেকে লড়বেন আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী', হিন্দুত্বকে 'হাতিয়ার' কেজরীবালের
ছবি সৌজন্যে: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Nov 13, 2022 | 9:35 PM

গান্ধীনগর: দরজায় কড়া নাড়ছে নির্বাচন। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ভোট গ্রহণ মোদী-শাহের রাজ্যে (Gujarat Election 2022)। ইতিমধ্যেই আপের তরফে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা হয়ে গিয়েছে। এবার আপের এই ‘হেভিওয়েট’ প্রার্থী কোন আসন থেকে লড়বেন তা ঘোষণা করা হল আম আদমি পার্টির (Aam Aadmi Party) তরফে। দলের তরফে জানানো হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র ভূমি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন আপের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী।

২৪-র লোকসভা নির্বাচনকে মাথায় রেখে জাতীয় স্তরে নিজেদের বিস্তারের উদ্দেশ্য নিয়ে দেবভূমি দ্বারকা জেলার জাম খাম্ভালিয়া থেকে নির্বাচনে লড়বেন ইসুদান গাধভি। অরবিন্দ কেজরীবাল হিন্দিতে টুইটে লিখেছেন, ‘কৃষক, বেকার যুবক, মহিলা এবং ব্যবসায়ীদের জন্য বহু বছর ধরে আওয়াজ তুলছেন ইসুদান গাধভি খাম্ভালিয়া থেকে নির্বাচনে লড়বেন। ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র ভূমি থেকে গুজরাট পাবে একজন নতুন ও দক্ষ মুখ্যমন্ত্রী।’ কেজরীবালের এই পোস্টের পর গাধভি পাল্টা টুইট করে কেজরীবালকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তিনি লিখেছেন, ‘আমার উপর যে বিশ্বাস আপনি ও গুজরাটের মানুষরা করেছেন…আমি নিশ্চিত করছি, আমি নিজের শেষ নিঃশ্বাস অবধি গুজরাটের মানুষের জন্য কাজ করব।’

প্রসঙ্গত, জাম খাম্বালিয়া দেবভূমি দ্বারকা জেলায় অবস্থিত। গত ২০১৩ সালের অগাস্ট মাসে জামনগর জেলা থেকে আলাদা হয়ে গিয়েছিল এই জেলা। দ্বারকার সরকারি ওয়েবসাইট অনুসারে চারটি তালুক খাম্বালিয়া, কল্যাণপুর, দ্বারকা এবং ভানবাদ নিয়ে গঠিত এই জেলা। দেবভূমি দ্বারকার অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, ‘দেবভূমি দ্বারকা নামটি দ্বারকা শহরের বিখ্যাত দ্বারকাধীশ মন্দির থেকে নেওয়া হয়েছে যা হিন্দু পুরাণ অনুসারে চারটি অন্যতম পবিত্র স্থানের একটি।’ হিন্দু পুরাণ মতে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাতে গিয়ে বসবাস শুরু করেছিলেন। এটি একটি পবিত্র তীর্থস্থান হিসেবেই পরিচিত। এদিকে এই কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে দাঁড় করিয়ে কেজরী হিন্দুত্বের তাস খেলে দিলেন বলে মত একাধিক রাজনৈতিক বিশ্লেষকদের।