Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

H3N2 ভাইরাসের সংক্রমণ নিয়ে উদ্বেগের কারণ নেই: কেন্দ্র

ইনফ্লুয়েঞ্জা সংক্রমিতদের উপসর্গগুলি উল্লেখ করে বিবৃতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।

H3N2 ভাইরাসের সংক্রমণ নিয়ে উদ্বেগের কারণ নেই: কেন্দ্র
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 14, 2023 | 12:31 AM

নয়া দিল্লি: H3N2 ইনফ্লুয়েঞ্জা (Influenza) নিয়ে উদ্বেগের কারণ নেই। এটি মরশুমি সংক্রমণ। এবার এমনটাই জানাচ্ছেন স্বাস্থ্য মন্ত্রকের কর্তারা। বর্তমান ঋতুতে ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের ঘটনা স্বাভাবিক বলেও তাঁরা জানাচ্ছেন।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, H3N2 সহ অন্যান্য ইনফ্লুয়েঞ্জার সংক্রমণ বর্তমানে সাধারণ ঋতুভিত্তিক ঘটনা। ফলে এটা নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। তবে সরকার বিষয়টির উপর নজর রাখছে এবং নিয়ন্ত্রণের চেষ্টা করছে বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

H3N2 সহ ইনফ্লুয়েঞ্জা সংক্রমণ মোকাবিলায় ইতিমধ্যে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (ICMR)- এর তরফে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজেরা ওষুধ গ্রহণ করবেন না এবং নিজেরাই অ্যান্টিবায়োটিক গ্রহণ করবেন না। তবে ইনফ্লুয়েঞ্জা মোকাবিলায় ভ্যাকসিন দেওয়ার যে প্রস্তাব উঠেছিল সেই বিষয়ে নিয়ে এখনও সিলমোহর দেয়নি কেন্দ্র। বিষয়টি নিয়ে ভাবনা- চিন্তা করা হচ্ছে বলে ICMR জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের জেরে এখনও পর্যন্ত দেশে ৬ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বহু মানুষ সংক্রমিত হয়েছেন। ইনফ্লুয়েঞ্জা সংক্রমিতদের উপসর্গগুলি উল্লেখ করে বিবৃতি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।

H3N2 বা ইনফ্লুয়েঞ্জার উপসর্গ কি? স্বাস্থ্য মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, জ্বর, সর্দি-কাশি, ঠান্ডা লাগা, গা-হাত ব্যাথার মতো উপসর্গ দেখা যায়। শ্বাসকষ্টও হচ্ছে।

তবে সঠিক সময়ে চিকিৎসা শুরু করলে সুস্থ হয়ে ওঠা যায়। তাই ইনফ্লুয়েঞ্জা মোকাবিলায় অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।