Har Ghar Tiranga 2.0: স্বাধীনতা দিবস উপলক্ষে সূচনা ‘হর ঘর তিরঙ্গা ২.০’-র, বাইক র্যালিতে রাজধানী কাঁপালেন মন্ত্রী-সাংসদরা
Independence Day 2023: শুক্রবার সকাল ৮টায় প্রগতি ময়দান থেকে শুরু হয় বাইক র্যালি। সাংসদ-মন্ত্রীরা তিরঙ্গা লাগানো বাইক নিয়ে পৌঁছন ইন্ডিয়া গেট সার্কেলে। ইন্ডিয়া গেটের চক্কর কেটে কর্তব্য পথ ধরে মেজর ধ্যান চন্দ স্টেডিয়ামে শেষ হয়।

নয়া দিল্লি: স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ (Har Ghar Tiranga) নামক কর্মসূচি এনেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। স্বাধীনতা দিবসের আগে ফের একবার সেই কর্মসূচি চালু করা হল। নয়া দিল্লির প্রগতি ময়দান থেকে সাংসদ ও মন্ত্রীরা বাইক র্যালির (Bike Rally) মাধ্যমে এই কর্মসূচির সূচনা করলেন। প্রত্য়েক সাংসদের বাইকে লাগানো ছিল জাতীয় পতাকা (National Flag)। এ দিন সকালে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় (Jagdeep Dhakhar) এই র্যালির সূচনা করেন।
শুক্রবার সকাল ৮টায় প্রগতি ময়দান থেকে শুরু হয় বাইক র্যালি। সাংসদ-মন্ত্রীরা তিরঙ্গা লাগানো বাইক নিয়ে পৌঁছন ইন্ডিয়া গেট সার্কেলে। ইন্ডিয়া গেটের চক্কর কেটে কর্তব্য পথ ধরে মেজর ধ্যান চন্দ স্টেডিয়ামে শেষ হয়।
এই কর্মসূচিতে সাধারণ মানুষকে স্বাধীনতা দিবস উপলক্ষে নিজেদের বাড়িতে জাতীয় পতাকা লাগানোর জন্য অনুপ্রাণিত করা হয়। আগামী ১৩ অগস্ট থেকে ১৫ অগস্ট অবধি ‘আজাদি কা অমৃত মহোৎসব’ পালিত হবে। গত বছরই এই কর্মসূচি ব্যাপক সাফল্য পেয়েছিল। দেশের কোটি কোটি মানুষ নিজেদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন। দেশের প্রায় ৬ কোটি মানুষ হর ঘর তিরঙ্গা ওয়েবসাইটে জাতীয় পতাকা নিয়ে সেলফি আপলোড করেছিলেন।
সংস্কৃতি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দেশের স্বাধীনতা সংগ্রাম ও যোদ্ধাদের অনুপ্রাণিত করতেই কেন্দ্রীয় সরকারের তরফে এই কর্মসূচি আনা হয়েছে। এই বছরে ইন্ডিয়া পোস্টও হর ঘর তিরঙ্গা কর্মসূচির অধীনে জাতীয় পতাকা বিক্রি করছে। দেশের ১.৬ লক্ষ পোস্ট অফিস থেকে এই জাতীয় পতাকা বিক্রি করা হবে।





