Haryana CM on Delhi: ‘বিনামূল্য’ নীতিতেই দিল্লির অর্থনীতি বিপর্যস্ত, কেজরিকে কটাক্ষ করে দাবি হরিয়ানার মুখ্যমন্ত্রীর
Haryana CM : এদিন কর্মসংস্থান নিয়ে নতুন দাবি শোনা যায় মনোহর লাল খট্টরের মুখে। তিনি বলেন, রাজ্যে কর্মসংস্থানের কোনো অভাব নেই।
গুরুগ্রাম: বৃহস্পতিবার, হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর জানিয়েছেন, পাঁচটি মাপকাঠিতে সেরা হিসেবে উঠে এসেছে হরিয়ানা। এবং রাজ্যের অর্থনীতি রাজধানী দিল্লির অর্থনীতির তুলনায় অনেকটাই ভাল। খট্টরের অভিযোগ, ‘বিনামূল্যে’ বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েই বিপর্যস্ত দিল্লির অর্থনীতি। হরিয়ানার মুখ্যমন্ত্রী খট্টরের এই মন্তব্যের মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের প্রতিই কটাক্ষ দেখছে রাজনৈতিক মহল।
“আমরা ‘আত্মনির্ভর হরিয়ানা’ গড়তে নিজেদের লক্ষ্যে অবিচল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশেকে ৫ ট্রিলিয়ন অর্থনীতি করার যে স্বপ্ন দেখেছেন, সেই লক্ষ্য পূরণের চেষ্টাই আমরা করছি। তাই ‘আত্মনির্ভর হরিয়ানা’ ও ‘আত্মনির্ভর ভারত’ তৈরি করতে আমরা সবরকমভাবে চেষ্টা করছি।” সরকারি বিবৃতিতে এমনটাই দাবি করেছেন মনোহর লাল খট্টর।
বৃহস্পতিবার এক হিন্দি দৈনিক সংবাদপত্রের অনুষ্ঠানে, গুরুগ্রামে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী খট্টর। সেখানে তিনি জানিয়েছেন, হরিয়ানা সরকার রাজ্যের উন্নয়ন সুনিশ্চিত করতে অর্থনীতিকে শক্তিশালীকরণ, পরিকাঠামো উন্নয়ন, শাসন ব্যবস্থার উন্নতি, জনগণের প্রতি নজর ও বিনিয়োগ এনে স্বনির্ভরতার মত পাঁচটি মাপকাঠি নির্ধারণ করেছে।
মুখ্যমন্ত্রীর দাবি, “অর্থনীতির দিক থেকে দেশের অন্যান্য রাজ্যগুলির তুলনায় হরিয়ানা অনেক ভাল অবস্থানে রয়েছে। এমনকি রাজধানী দিল্লির তুলনায়ও আমদের আর্থিক অবস্থা ভাল। দিল্লির আয় অনেক বেশি হলেও দিল্লি সরকারে বিনামূল্য নীতির কারণে তাদের অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। অন্যদিকে হরিয়ানা সরকার রাজ্যের নাগরিকদের আরও বেশি দায়িত্ববান করে তুলেছে।”
এদিন কর্মসংস্থান নিয়ে নতুন দাবি শোনা যায় মনোহর লাল খট্টরের মুখে। তিনি বলেন, রাজ্যে কর্মসংস্থানের কোনো অভাব নেই। উদ্যোক্তাদের প্রতি তাঁর আবেদন, যেসব পরিবারের বার্ষিক আয় ১ লক্ষ টাকা, তাদের পরিবারের সদস্যেকে চাকরি দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া উচিৎ। তিনি বলেন, রাজ্যে ১ হাজার ৫০০ স্টার্ট আপকে সবরকমভাবে সাহায্য করা হয়েছে। বর্তমানে আরও ৪ হাজার স্টার্ট আপের আবেদন প্রক্রিয়ার মধ্যে রয়েছে। প্রতিবেশী উত্তর প্রদেশ, পঞ্জাব, হিমাচল প্রদেশের তুলনায় এই পরিসংখ্যান অনেকটাই ভাল।
তিনি বলেন, হরিয়ানায় যুবকদের কর্মসংস্থানের সঙ্গে সংযুক্ত করার জন্য প্রচেষ্টা করা হচ্ছে এবং সমস্ত সরকারি, বেসরকারি শিল্প ইত্যাদিতে প্রতি বছর পাঁচ লক্ষ চাকরি প্রদানের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বর্তমানে প্রায় ৮৫ হাজার কোটি টাকার হরিয়ানাতে তৈরি পণ্য রপ্তানি করা হচ্ছে। “আমরা রাজ্য থেকে রপ্তানি বাড়িয়ে ২ লক্ষ কোটি করার লক্ষ্য নির্ধারণ করেছি।” জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন Dehradun: যেমন জনপ্রিয় তেমনই প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর! দু’দিন কাটিয়ে আসুন উত্তরাখণ্ডের এই শহরে