Anil Vij Replies to Rahul Gandhi: ‘মা ইটালিয়ান, বাবা ভারতীয়, তাই…’ রাহুলের ‘দুই ভারত’ মন্তব্যের ঝাঁঝালো জবাব ভিজের
Rahul Gandhi's Two India Remark: এ দিন হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ বলেন, "রাহুল গান্ধীর চিন্তাভাবমায় সমস্যা রয়েছে। ওনার মা-বাবা দুই দেশের বাসিন্দা হওয়ায়, উনি ভারতকেও দুটি ভাগে দেখেন।"
নয়া দিল্লি: বিরোধীদের আক্রমণে উত্তপ্ত বাজেট অধিবেশনও। বুধবারই লোকসভায় (Lok Sabha) কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) ‘দুই ভারতে’র ব্যাখ্যা দেন, যা ঘিরে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। গতকাল থেকেই একের পর এক কেন্দ্রীয় মন্ত্রী রাহুলের আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন। এবার মুখ খুললেন হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজ (Anil Vij)। এ দিন তিনি বলেন, “রাহুল গান্ধীর চিন্তাভাবমায় সমস্যা রয়েছে। ওনার মা-বাবা দুই দেশের বাসিন্দা হওয়ায়, উনি ভারতকেও দুটি ভাগে দেখেন।”
বিতর্কের সূত্রপাত:
বুধবার লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ প্রস্তাবে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, “বর্তমানে দুটি স্বতন্ত্র ভারত রয়েছে, একটি ধনীদের এবং অপরটি গরিবদের জন্য। এই দুই ভারতের মধ্যে ব্যবধান ক্রমশ বাড়ছে।” রাষ্ট্রপতির ভাষণে সাধারণ মানুষের কথারই উল্লেখ নেই, এই দাবি করে রাহুল বলেন, “আমি মনে করি তিনটি মৌলিক বিষয় রয়েছে। প্রথমটি হল একটি ভারত নয়, দুটি ভারতের ধারণা। এই দুই ভারতের একটি হল অত্যন্ত ধনী ব্যক্তিদের জন্য, যাদের প্রচুর সম্পদ রয়েছে। যাঁদের চাকরির প্রয়োজন নেই, জলের সংযোগ বা বিদ্যুৎ সংযোগের প্রয়োজন নেই। অন্যটি গরিবদের জন্য, যাদের এই সমস্ত কিছুরই প্রয়োজন রয়েছে।”
তিনি আরও দাবি করেন যে, দেশের মোট সম্পত্তির ৪০ শতাংশই হাতে গোনা কয়েকজনের কাছে রয়েছে, যেখানে দেশের মোট জনসংখ্যার ৮৪ শতাংশই দারিদ্রতার সীমায় পৌঁছে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই নিশানা করে তিনি বলেন, “আপনাদের সরকারই এই দুই ভারতকে তৈরি করেছে। তাই প্রধানমন্ত্রীজীকে অনুরোধ করছি এই দুই ভারতকে একত্র করার কাজ শুরু করুন।”