Howrah Falaknuma Express: চলন্ত ফলকনুমা এক্সপ্রেসে আগুন, কামরা থেকে বের হচ্ছে কুণ্ডলীকৃত কালো ধোঁয়া
Howrah Falaknuma Express: যান্ত্রিক ক্রটির কারণেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। যাত্রীরা ট্রেন থেকে লাফ দিয়ে নেমে গিয়েছেন। তবে আতঙ্ক রয়েছে এলাকায়।
সেকেন্দ্রাবাদ: চলন্ত ফলকনুমা এক্সপ্রেসে আগুন। হাওড়া সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেসের এসি কামরায় আগুন লেগেছে। গলগল করে বের হচ্ছে ধোঁয়া। সেকেন্দ্রাবাদ স্টেশনে ঢোকার মুখেই আগুন লাগে বলে জানা গিয়েছে। যান্ত্রিক ক্রটির কারণেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। যাত্রীরা ট্রেন থেকে লাফ দিয়ে নেমে গিয়েছেন। তবে আতঙ্ক রয়েছে এলাকায়।
জানা গিয়েছে, সেকেন্দ্রাবাদ স্টেশনে ঢোকার আর কয়েক মিনিট বাকি ছিল। যাত্রীরা প্ল্যাটফর্মে নামার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। ফলে সকলেই সজাগ ছিলেন। আচমকাই এসি কামরা থেকে ধোঁয়া বের হতে দেখেন যাত্রীরা। ট্রেন তখন ছুটছে। যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। তাঁদেরই মধ্যে একজন চেন টানেন। ট্রেন থামিয়ে দেন চালক। ততক্ষণে তাঁদেরও বিষয়টা নজরে আসে। যাত্রীরা ট্রেন থেকে লাফিয়ে নীচে নামেন।
অন্যান্য বগির যাত্রীরাও ট্রেন থেকে লাফিয়ে নেমে পড়েন। রেলকর্মীরা জল নিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করছেন। ঘটনাস্থলে পৌঁছেছেন রেলের ইঞ্জিনিয়াররাও। আগুন লাগার কারণ হিসাবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যান্ত্রিক গোলোযোগের কারণেই আগুন লেগেছে।
এর আগেও ২০১৯ সালে হাওড়া সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেসে আগুন লাগে। সাঁতরাগাছি স্টেশনে দাঁড়িয়ে থাকার সময়েই আগুন আগে। ভস্মীভূত হয়ে যায় ট্রেনের রেকটি। সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে রেল। জানা যায়, ঘটনার সময়ে তিনি একাই ওই কামরায় ছিলেন। মনে করা হয়েছিল, ফাঁকা ট্রেনে বিড়ি খেয়ে ফেলেছিলেন তিনি। তা থেকেই গোটা কামরায় আগুন ছড়িয়ে পড়ে।