Hug Diplomacy by Modi: প্রধানমন্ত্রীর সৌজন্যে কূটনৈতিক অভিধানে ঢুকেছে হাগ ডিপ্লোমেসি, জাপানেও চলল মোদীর ‘জাদু কি ঝাপ্পি’
PM Narendra Modi: জি৭ সম্মেলনে মোদীকে বসে থাকতে দেখে এগিয়ে আসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তা ডেকে বাইডেনের দিকে এগিয়ে যান মোদী এবং মার্কিন প্রেসিডেন্টকে আলিঙ্গন করে। এই ছবি অতীতেও একাধিক বার দেখা দিয়েছে। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন বিদেশ সফরে বিদেশি রাষ্ট্রনেতাদের আলিঙ্গন করতে দেখা গিয়েছে মোদীকে।
নয়াদিল্লি: আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে শনিবারই জাপানে উড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। সেখানে জি৭ সম্মেলনের (G7 Summit) ফাঁকেই একাধিক রাষ্ট্রনেতার সঙ্গে দেখা করে কথা বলেছেন। কোয়াড সম্মেলনের বৈঠকও করেছেন। এর পর তিনি উড়ে যাবেন পাপুয়া নিউ গিনি, তার পর অস্ট্রেলিয়ায়। জাপানের পাশাপাশি সেখানেও অনেক রাষ্ট্রনেতার সঙ্গে দেখা হবে ভারতের প্রধানমন্ত্রীর। জি৭ সম্মেলনে মোদীকে বসে থাকতে দেখে এগিয়ে আসেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তা ডেকে বাইডেনের দিকে এগিয়ে যান মোদী এবং মার্কিন প্রেসিডেন্টকে আলিঙ্গন করেন। এই ছবি অতীতেও একাধিক বার দেখা দিয়েছে। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই বিভিন্ন বিদেশ সফরে বিদেশি রাষ্ট্রনেতাদের আলিঙ্গন করতে দেখা গিয়েছে মোদীকে। প্রধানমন্ত্রীর মোদীর জন্য কূটনীতির অভিধানে নতুন শব্দ ঢুকে গিয়েছে। ‘হাগ ডিপ্লোমেসি’। জি৭ সম্মেলন থেকে উন্নত দেশগুলিকে আলিঙ্গন নিয়ে বার্তাও দিয়েছেন মোদী। তিনি চান উন্নত দেশ গুলি উন্নয়নশীল দেশগুলিকে আলিঙ্গন করুক।
Indian PM Modi, US President Biden hug at G7 outreach summit in Hiroshima @WIONews pic.twitter.com/ySVuVj9aXn
— Sidhant Sibal (@sidhant) May 20, 2023
বিশ্ব কূটনীতিতে মোদীর হাগ ডিপ্লোমেসি অন্য মাত্রা পেয়েছে। ২০১৮ সালে জাপান সফরে গিয়ে জাপানের প্রধানমন্ত্রীকে আলিঙ্গন করেছিলেন মোদী। ২০১৬ সালে আফগানিস্তানেও গিয়েছিলেন মোদী। তখনও আফগানি সিংহাসন তালিবানি দখলে আসেনি। জন্মদিনে প্রাক্তন আফগান প্রেসিডেন্ট আসরফ ঘানিকে আলিঙ্গন করেন মোদী। ২০১৯ সালে আবু ধাবির ক্রাউন প্রিন্সও মোদীর আলিঙ্গন ধন্য হয়েছিলেন। ২০১৮ সালে ভারত সফরে আসা ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাঁক্রোর সঙ্গে আলিঙ্গন বদ্ধ হয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই সালে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুৃডোকেও আলিঙ্গন করেছিলেন মোদী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একাধিক বার আলিঙ্গন করেছেন মোদী। ইজারেয়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে মোদীর আলিঙ্গন নজর কেড়েছিল গোটা বিশ্বের। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকেও জড়িয়ে ধরেছিলেন মোদী। আমেরিকা সফরে গিয়ে ডোনাল্ড ট্রাম্পকেও ধরিয়েছিলেন মোদী।
জাপানের হিরোসিমা শহরে জি৭ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি হিরোসিমা পিস মেমোরিয়াল পার্কে ফুল দিয়ে সম্মান জ্ঞাপন করেছেন মোদী। সেখানে মোদীর সঙ্গে উপস্থিত ছিলেন জি৭ অন্তর্ভুক্ত দেশের রাষ্ট্রনেতারাও। বাইডেনের পাশাপাশি ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও সাক্ষাৎ হয় মোদীর। সেই সঙ্গে জাপানের প্রধানমন্ত্রী ও ফরাসি প্রেসিডেন্টের সঙ্গেও বৈঠক হয়েছে মোদীর। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে মোদীর আলিঙ্গনের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।