ATM: এটিএম থেকে বেরোচ্ছে পোড়া টাকা, আসল ঘটনায় চোখ কপালে উঠবে…
Bengaluru: পুলিশ জানিয়েছে, একদল দুষ্কৃতী বৃহস্পতিবার নেলামঙ্গলার একটি এটিএমে যায়। গ্যাস কাটার দিয়ে মেশিনটি কাটার চেষ্টা করে। এদিকে তাতে অনেক টাকাই ছিল। এরপরই ছাই বেরোতে দেখা যায় মেশিনের সামনে থেকে। এমন ঘটনায় প্রথমে তাজ্জব হয়ে যায় ওই দুষ্কৃতীর দলও।
বেঙ্গালুরু: গ্যাস কাটার দিয়ে অটোমেটেড টেলার মেশিন বা এটিএম লুঠ করতে গিয়েছিল চোরের দল। পুড়ল কপাল। পুড়ে ছাই হয়ে গেল প্রচুর নোট। নেলামঙ্গলার ঘটনা। সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এটিএম লুঠের নানা নুমনাই দেখা যায়। প্রায়শই খবরে উঠে আসে সেসব খবর। ভল্ট ভেঙে টাকা লুঠ এমনকী মেশিনটিই তুলে নিয়ে পালানোর চেষ্টাও করতে দেখা যায় দুষ্কৃতীদের। আর গ্যাস কাটার দিয়েও মেশিন ভাঙার চেষ্টা নতুন কিছু নয়। তবে এদিন বিধি বাম ছিল দুষ্কৃতীদলের। তাই গ্যাস কাটারে এটিএম ভাঙতে গিয়ে আরেক কাণ্ড ঘটে যায়।
পুলিশ জানিয়েছে, একদল দুষ্কৃতী বৃহস্পতিবার কর্নাটকের বেঙ্গালুরুর নেলামঙ্গলার একটি এটিএমে যায়। গ্যাস কাটার দিয়ে মেশিনটি কাটার চেষ্টা করে। এদিকে তাতে অনেক টাকাই ছিল। এরপরই ছাই বেরোতে দেখা যায় মেশিনের সামনে থেকে। এমন ঘটনায় প্রথমে তাজ্জব হয়ে যায় ওই দুষ্কৃতীর দলও।
পুলিশ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মুম্বইয়ের ওই ব্যাঙ্কিং সংস্থার কর্তারা বাড়ির মালিককে ডেকে পাঠিয়েছেন। যে বাড়ির নীচে মেশিনটি ইনস্টল করা হয়েছিল। তবে পুলিশ জানিয়েছে, কত টাকা পুড়ে গিয়েছে তা এখনও স্পষ্ট নয়।