ভারতেও তালিবানি কার্যকলাপের আশঙ্কা? কী পরিকল্পনা, জানালেন বিপিন রাওয়াত
চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত বলেন, আফগানিস্তানে যে তালিবান দখল নিতে চলেছে, তা আগেই বুঝতে পেরেছিল ভারত। তবে এত দ্রুত দখলদারি নেবে, তা প্রত্যাশা করা যায়নি।
নয়া দিল্লি: ২০ বছর পর আফগানিস্তানে ফিরেছে তালিবানি শাসন। দেশ ছাড়তে চাইছেন আফগানরা। তবে ভারতে জঙ্গি কার্যকলাপের আশঙ্কাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমনটাই বললেন চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। তিনি জানিয়েছেন, আফাগনিস্তানের বাইরে তথা ভারতের মাটিতে যদি কোনও জঙ্গি কার্যকলাপ চালানোর চেষ্টা হয়, তাহলে কড়া হাতে তার মোকাবিলা করতে প্রস্তুত ভারত। বুধবার দিল্লিতে অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে এমনটাই বলেন বিপিন রাওয়াত। তিনি জানান, ‘তালিবান ২০ বছর আগে যেমন ছিল, আজও ঠিক তেমই আছে। শুধু তাদের পার্টনার বদলে গিয়েছে।’
এ দিন তিনি জানান, আফগানিস্তানের মাটি থেকে বেরিয়ে ভারতের জঙ্গি কার্যকলাপ চালানোর চেষ্টা হচ্ছে কি না, সে ব্যাপারে নজর রাখা হচ্ছে। তাঁর দাবি, ভারতে যে ভাবে সন্ত্রাস দমন করা হয়, তালিবান কার্যকলাপও সে ভাবেই নিয়ন্ত্রণ করা হবে। তালিবানদের আফগানিস্তান দখলের প্রথমবার এই প্রসঙ্গে মুখ খুলে তিনি বলেন, ‘আফগানিস্তানের বাইরে তথা ভারতের মাটিতে যদি কোনও সন্ত্রাস চালানোর চেষ্টা হয়, তাহলে তা কড়া হাতে দমন করা হবে।’
তালিবানের এই দখলদারি যে প্রত্যাশিত ছিল সে কথা জানিয়েছেন বিপিন রাওয়াত। তবে এত দ্রুত তারা ঢুকে পড়বে, অন্যান্য দেশের মতো তা আশা করেনি ভারতও। তিনি জানান, ‘যেমনটা ভাবা হয়েছিল, তেমনটাই হয়েছে। শুধু সময়ের ধারনা পাওয়া যায়নি। আমরা ভেবেছিলাম, আরও মাস দুয়েক সময় লাগবে। কিন্তু তালিবান এখনও একই আছে। তিনি আরও জানিয়েছেন, আফগানিস্তান থেকে ফিরে ভারতীয়রা যে অভিজ্ঞতার কথা জানিয়েছেন, তা থেকেই স্পষ্ট যে তালিবানের কার্যকলাপে কোনও বদল আসেনি।
ইতিমধ্যেই আফগানিস্তান থেকে ফেরানো হয়েছে একাধিক ভারতীয়কে। এখনও আটকে রয়েছে অনেকে। ভারত সরকারের তরফে জানানো হয়েছে, আটকে পড়া ভারতীয়দের দেশে ফেরাতে আমেরিকার সঙ্গে সমন্বয় রক্ষা করছে নয়া দিল্লি। কাবুল বিমানবন্দর ও আশেপাশের এলাকার প্রতি মুহূর্তের আপডেট নেওয়া হচ্ছে। মার্কিন বাহিনীর সবুজ সঙ্কেত মিললেই বিমান ওঠানামা করছে। ভারতীয় বায়ুসেনার পণ্যবাহী বিমান সি-১৭ গ্লোবমাস্টারে করে নিয়ে আসা হচ্ছে ভারতীয়দের। নিয়ে আসা হয়েছে একাধিক আফগান শিখ ও হিন্দুদেরও।
কাতারে তালিবানের রাজনৈতিক কার্যালয় থেকে ভারতকে অনুরোধ জানানো হয়েছে আফগানিস্তান থেকে ভারতীয় কূটনীতিবিদ ও দূতাবাসের কর্মীদের ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে। ভারতীয়দের তারা আক্রমণ বা কোনও প্রকার ক্ষতি করবে না বলেই জানিয়েছে। যদিও সরকারের তরফে সাফ জানানো হয়েছে, ভারতীয়দের উপর হামলার আশঙ্কা থাকায় তাদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে। তবে আজ সকালে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে নতুন নিয়ম জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, এ বার থেকে ই-ভিসা রয়েছে, এমন আফগান নাগরিকরাই কেবল ভারতে আসতে পারবেন। আরও পড়ুন: অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার ৪-৫ মাস পরই উধাও প্রতিরোধ ক্ষমতা, চাঞ্চল্যকর তথ্য গবেষকদের হাতে