প্রেমিককে মারধর করে ছাত্রীকে গণধর্ষণ, অভিযোগে উত্তাল মাইসোর

একদল দুষ্কৃতী তাদের কাছে টাকা চাওয়ায় তারা তা দিতে অস্বীকার করে। তারপরই এই ঘটনা ঘটে।

প্রেমিককে মারধর করে ছাত্রীকে গণধর্ষণ, অভিযোগে উত্তাল মাইসোর
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 25, 2021 | 7:07 PM

মাইসোর: ফের গণধর্ষণের ঘটনা দেশে। এ বার কর্ণাটক। এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল কর্ণাটকের মাইসোরে। তাঁর বন্ধুকে পিটিয়ে রেখে চলে যায় দুষ্কৃতীরা। একদল দুষ্কৃতীকে টাকা দিতে না চাওয়ায় তারা এই কাজ করেছে বলে অভিযোগ। ঘটনার পর ২৪ ঘণ্টা কেটে গেলেও এখনও দুষ্কৃতীদের গ্রেফতার করা সম্ভব হয়নি। তদন্ত শুরু করেছে পুলিশ।

অভিযোগে বলা হয়েছে, ওই যুবক-যুবতী যখন মাইসোরের অদূরে চামুণ্ডি পাহাড়ে গিয়েছিলেন, তখনই এই ঘটনা ঘটে। তাদের ঘিরে ফেলে একদল দুষ্কৃতী। তাঁদের কাছে টাকা চায় অভিযুক্তরা। টাকা দিতে অস্বীকার করে যুবতীকে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে দু’জন। তাদের মধ্যেই একজন মারধর করে নির্যাতিতার বন্ধুকে। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬-ডি ধারায় একটি মামলা রুজু হয়েছে। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত এই ঘটনা কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি, তদন্ত চলছে। এই ঘটনার তদন্তে নির্যাতিতা মহিলার বয়ান রেকর্ড করবে পুলিশ।

মাইসোর শহর থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে এই চামুন্ডি পাহাড়। মা চামুণ্ডেশ্বরীর মন্দির থাকা বিখ্যাত এই পাহাড়। বহু মানুষ মাইসোর থেকে এই পাহাড়ে ঘুরতে আসেন। রাজধানী শহর বেঙ্গালুরু থেকে ১৫০ কিলোমিটার দূরে এই পাহাড়।

গত মে মাসেই বেঙ্গালুরুতে এক গণধর্ষণের ঘটনা ঘটে। সোশ্যাল মিডিয়ায় একটি গণধর্ষণের ভিডিয়ো ভাইরাল হয়। নির্ভয়াকাণ্ডের অনুকরণেই ওই তরুণীর যৌনাঙ্গেও বোতল ঢুকিয়ে নির্মম অত্যাচার করা হয়। সেই ভিডিয়োর ভিত্তিতেই বেঙ্গালুরু পুলিশ তদন্ত শুরু করে এবং দুই মহিলা সহ ছয়জনকে গ্রেফতার করে।

এই ঘটনার প্রসঙ্গে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই বলেন, ‘নির্যাতিতার বয়ানের ভিত্তিতে একটি অভিযোগ দায়ের হয়েছে। আমি পুলিশজে নির্দেশ দিয়েছি, যাতে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়। ঘটনার তদন্তে স্বরাষ্ট্র দফতরের আধিকারিকদের মাওসোরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী আরাগ জ্ঞানেন্দ্র। তিনি জানান, ইতিমধ্যেই একটি এফআইআর দায়ের করা হয়েছে। আধিকারিকরা বেঙ্গালুরু থেকে মাইসোরে গিয়েছেন। তিনি নিজেও আগামিকালই মাইসোরে যাবেন বলে জানিয়েছেন। গতকাল সন্ধের দিকে ওই দুই ছাত্র ও ছাত্রী পাহাড়ের হেলিপ্যাডের কাছে গিয়েছিল, তখনই এই ঘটনা ঘটে বলে জানান তিনি। এই ঘটনা ‘দুর্ভাগ্যনক’ আখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

জ্ঞানেন্দ্র জানান, সন্ধে সাড়ে ৭ টা নাগাদ ওই ঘটনা ঘটে। এরপর রাত দেড়টায় নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে তিনি নিজে খবর নিচ্ছেন বলে জানিয়েছেন।

কিছুদিন আগেই নাবালিকা ধর্ষণে উত্তাল হয় রাজধানী দিল্লি। পুরনো দিল্লির একটি দলিত পরিবারের নাবালিকা সন্তানকে ধর্ষণ করে পুড়িয়ে মারার অভিযোগ ওঠে। অভিযোগ ওঠে, শ্মশানের প্রধান পুরোহিত রাধেশ্যাম সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে। প্রমাণ লোপাটের চেষ্টায় জোর করেই দেহ সৎকার করানোর ব্যবস্থা করেছিল পুরোহিত। আরও পড়ুন: ‘ন্যয়সঙ্গত কারণেই গ্রেফতার’, দ্বিতীয়বার এমন অপরাধ না করার সতর্কতা কেন্দ্রীয় মন্ত্রীকে