PM Narendra Modi: মোদীকে দেখতে বাঁশের টাওয়ারের মাথায় একদল যুবক, দেখতে পেয়েই উদ্বিগ্ন প্রধানমন্ত্রী বললেন…
Lok Sabha Election 2024: লোকসভা নির্বাচনের আগেই অন্ধ্র প্রদেশে চন্দ্রবাবু নাইডুর দল তেলুগু দেশম পার্টি ফের একবার বিজেপি শাসিত এনডিএ-তেই সামিল হয়েছে। অভিনেতা পবন কল্যাণের দল জনসেনা পার্টিও এই জোটের সদস্য হয়েছেন। রবিবার এই নতুন জোটের হয়েই প্রচার করতে রবিবার অন্ধ্র প্রদেশের পালনাডু জেলায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বিজয়ওয়াড়া: লোকসভার দামামা বেজে গিয়েছে। ভোটের দিনও ঘোষণা হয়ে গিয়েছে। জোরকদমে প্রচারে নেমে পড়েছে সমস্ত দল। ব্যাতিক্রমী নন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও (PM Narendra Modi)। দেশজুড়ে তিনি প্রচার করছেন। রবিবার নির্বাচনী প্রচারেই অন্ধ্র প্রদেশ গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে জনসভায় বক্তব্য রাখার মাঝে মারাত্মক কাণ্ড ঘটাল কয়েকজন যুবক। সোজা চড়ে বসল বাঁশের তৈরি টাওয়ারে। তাঁদের দেখতে পেয়ে পবন কল্যাণের ভাষণ থামিয়ে দেন প্রধানমন্ত্রী। বলেন, “তোমার জীবন আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, দয়া করে নেমে এসো”।
লোকসভা নির্বাচনের আগেই অন্ধ্র প্রদেশে নয়া জোট তৈরি হয়েছে। চন্দ্রবাবু নাইডুর দল তেলুগু দেশম পার্টি ফের একবার বিজেপি শাসিত এনডিএ-তেই সামিল হয়েছে। অভিনেতা পবন কল্যাণের দল জনসেনা পার্টিও এই জোটের সদস্য হয়েছেন। রবিবার এই নতুন জোটের হয়েই প্রচার করতে রবিবার অন্ধ্র প্রদেশের পালনাডু জেলায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ওই জনসভায় যখন পবন কল্যাণ বক্তব্য রাখছেন, সেই সময়ই মোদী দেখতে পান কয়েকজন যুবক লাউডস্পিকার বাঁধার জন্য তৈরি বাঁশের টাওয়ারে চড়ে বসেছে। সঙ্গে সঙ্গে পবন কল্যাণের বক্তব্য থামিয়ে দেন প্রধানমন্ত্রী। মাইক নিয়ে তিনি ওই যুবকদের উদ্দেশে বলেন, “ওখানে বিদ্যুতের তার রয়েছে। কী করছো ওখানে তোমরা? আমাদের কাছে তোমাদের জীবন দামী, দয়া করে নেমে আসো।”
#WATCH | Andhra Pradesh: In between the speech of Jana Sena Party president Pawan Kalyan, Prime Minister Narendra Modi urges people to get down from the light tower, in Palnadu. pic.twitter.com/yvJJKgvh1A
— ANI (@ANI) March 17, 2024
এরপরই মজাচ্ছলে প্রধানমন্ত্রী মোদী বলেন, “সংবাদমাধ্যম তোমাদের ছবি তুলেছে, এবার নেমে আসো। এখানে যারা পুলিশ আধিকারিকরা রয়েছেন, তারা দয়া করে এদের খেয়াল রাখুন। যদি কিছু হয়ে যায়, তবে তা দেখা অত্যন্ত দুঃখজনক হবে।”