Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Elvish Yadav Arrested: গোখরো থেকে কেউটে, অন্য মাত্রার ‘ট্রিপ’ দিতে গিয়ে শ্রীঘরে Bigg Boss জয়ী এলভিশ যাদব

Snake Venom at Rave Party Case: পুলিশ যখন ওই রেভ পার্টিতে অভিযান চালায়, তখন সেখান থেকে ২০ এমএল সাপের বিষ উদ্ধার করে। এরপর আরও তল্লাশি চালাতেই ৫টি গোখরো সহ মোট ৯টি সাপ উদ্ধার করা হয়। পরীক্ষা করে দেখা যায়, ওই সাপগুলির বিষের থলি উধাও। দুয়ে দুয়ে চার করতে সময় লাগেনি। এরপর তদন্ত নামতেই এলভিশের নাম উঠে আসে। 

Elvish Yadav Arrested: গোখরো থেকে কেউটে, অন্য মাত্রার 'ট্রিপ' দিতে গিয়ে শ্রীঘরে Bigg Boss জয়ী এলভিশ যাদব
ইউটিউবার এলভিশ যাদব।Image Credit source: Instagram
Follow Us:
| Updated on: Mar 18, 2024 | 6:40 AM

নয়ডা: ভেবেছিলেন জনপ্রিয়তার জোর খাটিয়ে পার পেয়ে যাবেন। কিন্তু তা হল না। পুলিশের হাতে গ্রেফতার বিগবস ওটিটি-২ এর বিজেতা ইউটিউবার এলভিশ যাদব। রেভ পার্টির আয়োজন এবং তাতে সাপের বিষ দিয়ে নেশা করার মারাত্মক অভিযোগে রবিবার তাঁকে গ্রেফতার করে নয়ডা পুলিশ। ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে তাঁকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তর প্রদেশের নয়ডা থেকে রবিবার জনপ্রিয় ইউটিউবার এলভিশ যাদবকে গ্রেফতার করে। ২৬ বছর বয়সী ওই ইউটিউবারের বিরুদ্ধে অভিযোগ, তিনি গত বছরের ৩ নভেম্বর নয়ডার সেক্টর ৫১-এ একটি ব্যাঙ্কোয়েট হলে রেভ পার্টির আয়োজন করেছিলেন। সেই পার্টিতে আগত অতিথিদের ‘আলাদা মাত্রার’ নেশা করানোর জন্য সাপের বিষ সরবরাহ করেছিলেন এলভিশ।

পুলিশ যখন ওই রেভ পার্টিতে অভিযান চালায়, তখন সেখান থেকে ২০ এমএল সাপের বিষ উদ্ধার করে। এরপর আরও তল্লাশি চালাতেই ৫টি গোখরো সহ মোট ৯টি সাপ উদ্ধার করা হয়। পরীক্ষা করে দেখা যায়, ওই সাপগুলির বিষের থলি উধাও। দুয়ে দুয়ে চার করতে সময় লাগেনি। এরপর তদন্ত নামতেই এলভিশের নাম উঠে আসে।

প্রথমে এলভিশ যাদব এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন। তিনি বলেছিলেন, “এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। ১ শতাংশও সত্যতা নেই এতে”। কিন্তু ফরেন্সিক রিপোর্ট পেতেই পুলিশ এলভিশ যাদব ও ছয়জনের বিরুদ্ধে বন্যপ্রাণ সংরক্ষণ আইন এবং ভারতীয় দণ্ডবিধির ১২০এ ধারায় মামলা দায়ের করে। আগে জিজ্ঞাসাবাদ করা হলেও, গ্রেফতার করা হয়নি ইউটিউবারকে। রবিবার পুলিশ সাপের বিষ রাখার মামলায় এলভিশকে গ্রেফতার করে।