ছিটকে গেল ইঞ্জিন ও ৪টি কামরা, মাঝরাতে লাইনচ্যুত সুপারফাস্ট এক্সপ্রেস, আহত অনেকে
Train Accident: রাত একটা নাগাদ সবরমতী-আগ্রা সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি যাচ্ছিল, হঠাৎই লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের ইঞ্জিন। পিছনেই থাকা পরপর চারটি কামরাও লাইন থেকে ছিটকে যায়। তীব্র ঝাঁকুনিতে বহু যাত্রী আঘাতপ্রাপ্ত হন। দুর্ঘটনায় এখনও কোনও হতাহতের খবর মেলেনি।
জয়পুর: মাঝরাতে ভয়ঙ্কর দুর্ঘটনা। লাইনচ্যুত হল সবরমতী-আগ্রা সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেনের ইঞ্জিন ও চারটি কামরা লাইন থেকে ছিটকে পড়ে যায়। পাশের ট্রাকেই দাঁড়িয়ে থাকা মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগে। দুর্ঘটনার জেরে আহত হয়েছেন ট্রেনের একাধিক যাত্রী। আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে দুর্ঘটনায় কারোর মৃত্যু হয়নি বলেই জানা গিয়েছে।
রবিবার মধ্যরাতে রাজস্থানের আজমেরের কাছে মাদার রেলওয়ে স্টেশন থেকে কিছুটা দূরত্বে দুর্ঘটনাটি ঘটে। রাত একটা নাগাদ সবরমতী-আগ্রা সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনটি যাচ্ছিল, হঠাৎই লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের ইঞ্জিন। পিছনেই থাকা পরপর চারটি কামরাও লাইন থেকে ছিটকে যায়। তীব্র ঝাঁকুনিতে বহু যাত্রী আঘাতপ্রাপ্ত হন। তাদের উদ্ধার করে প্রথমে আজমের স্টেশনে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক শুশ্রষা করে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। আহত যাত্রীদের মধ্যেও কারোর অবস্থা সঙ্কটজনক নয় বলেই জানা গিয়েছে।
VIDEO | Four coaches of Sabarmati-Agra superfast train derail in Ajmer, Rajasthan. More details are awaited.
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/lgzJJh4sPu
— Press Trust of India (@PTI_News) March 18, 2024
যাত্রীরা জানিয়েছেন, গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন সবাই। হঠাৎ তীব্র ঝাঁকুনি ও বিকট শব্দ কানে আসে। একে অপরের উপরে ছিটকে পড়েন। অনেকের মাথা ফেটে যায়, হাতে পায়েও চোট পেয়েছেন অনেকে।
দুর্ঘটনার খবর পেতেই ছুটে আসে আরপিএফ, জিআরপি। অতিরিক্ত ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার সহ রেলের অন্যান্য শীর্ষকর্তারাও দুর্ঘটনাস্থলে পৌঁছন। রাত থেকেই উদ্ধারকাজ শুরু হয়েছে। লাইনচ্যুত কামরা ও ইঞ্জিনকে ট্রাকে তোলার চেষ্টা করা হচ্ছে। তবে কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও জানা যায়নি।