Guinness World Records: ১৩ সেকেন্ডেই কামাল! দ্রুত টাইপিং করে বিশ্বরেকর্ড ভারতীয় যুবকের
এই বিশ্বরেকর্ডের কথা অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। সেখানে লেখা হয়েছে, “নতুন রেকর্ড: ১ থেকে ৫০ অবধি দ্রুত টাইপিং করেছেন ভারতের মেজারি মল্লিকার্জুন। মাত্র ১৩.১৬ সেকেন্ডে।”
নয়াদিল্লি: বর্তমান যুগে অধিকাংশ কাজকর্মই কম্পিউটারের দ্বারা পরিচালিত হয়। দ্রুত কাজের জন্য প্রয়োজন হয় দ্রুত টাইপিংয়ের। অনেক সরকারি পরীক্ষায় পাশ করার জন্য টাইপিং পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। দ্রুত টাইপিং করে এ বার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুললেন এক ভারতীয় যুবক। অন্ধ্র প্রদেশের পুনগানুরুর বাসিন্দা তিনি। নাম মেজারি মল্লিকার্জুন। মাত্র ১৩.১৬ সেকেন্ডে এক থেকে পঞ্চাশ অবধি টাইপ করেছেন তিনি। তা করেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম তুলেছেন ওই যুবক।
এই বিশ্বরেকর্ডের কথা অফিসিয়াল টুইটার হ্যান্ডল থেকে পোস্ট করেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। সেখানে লেখা হয়েছে, “নতুন রেকর্ড: ১ থেকে ৫০ অবধি দ্রুত টাইপিং করেছেন ভারতের মেজারি মল্লিকার্জুন। মাত্র ১৩.১৬ সেকেন্ডে।” মেজারির টাইপিংয়ের একটি ভিডিয়োও শেয়ার করা হয়েছে।
সেই ভিডিয়ো দেখে মেজারির প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। দ্রুত টাইপিং স্কিলের জন্য তাঁকে প্রশংসা করা হয়েছে। তবে নেটিজেনদের একাংশ পাল্টা চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন। এক নেটিজেন যেমন জানিয়েছেন, তিনি ১০ সেকেন্ডেই করতে পারবেন এই টাইপ। অনেকে আবার জানতে চেয়েছেন কী ভাবে তাঁরা এই রেকর্ডের জন্য নিজেদের নাম নথিভুক্ত করবেন। কেউ আবার এই কাজকে কোনও রেকর্ডের পর্যায়েই ফেলতে রাজি নন।