INDIA Alliance: একাধিক সঞ্চালক ও টিভি শো-কে বয়কট করবে ইন্ডিয়া জোট, সিদ্ধান্ত সমন্বয় কমিটির

TV Show Boycott: ভারত জোড়ো যাত্রা থেকে শুরু করে বিরোধী দলের একাধিক কর্মসূচি এড়িয়ে যায় বা তার নেতিবাচক সংবাদ পরিবেশন করা হয় বলেই অভিযোগ করেন বৈঠকে উপস্থিত নেতারা। এই নিয়ে দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয় যে একদল সংবাদ পরিবেশক ও তাদের অনুষ্ঠানকে বয়কট করবে ইন্ডিয়া জোট।

INDIA Alliance: একাধিক সঞ্চালক ও টিভি শো-কে বয়কট করবে ইন্ডিয়া জোট, সিদ্ধান্ত সমন্বয় কমিটির
সমন্বয় কমিটির বৈঠকের পর ইন্ডিয়া জোটের নেতারা।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Sep 14, 2023 | 6:43 AM

নয়া দিল্লি: বিরোধী জোটের বড় সিদ্ধান্ত। একাধিক টিভি চ্যানেলের সঞ্চালক ও অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত নিল ইন্ডিয়া (INDIA)। বুধবার দিল্লিতে শরদ পওয়ারের (Sharad Pawar) বাসভবনে বসেছিল সমন্বয় কমিটির প্রথম বৈঠক। সেই বৈঠকেই বিরোধী নেতারা সংবাদমাধ্যমের একাংশ বয়কট (Boycott) করার সিদ্ধান্ত নেন। কোন কোন সঞ্চালক ও অনুষ্ঠান বয়কট করা হবে, তার তালিকাও শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানানো হয়েছে।

শরদ পওয়ারের বাসভবনে ইন্ডিয়া জোটের প্রথম সমন্বয় বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী অক্টোবর মাস থেকে জোটের যৌথ জনসভা শুরু হবে। আসন ভাগাভাগি নিয়েও আলোচনা হয় জোটের শরিকি দলগুলির মধ্যে। আর সেখানেই উঠে আসে সংবাদমাধ্য়মের একপাক্ষিক প্রচারের প্রসঙ্গ। ভারত জোড়ো যাত্রা থেকে শুরু করে বিরোধী দলের একাধিক কর্মসূচি এড়িয়ে যায় বা তার নেতিবাচক সংবাদ পরিবেশন করা হয় বলেই অভিযোগ করেন বৈঠকে উপস্থিত নেতারা। এই নিয়ে দীর্ঘ আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয় যে একদল সংবাদ পরিবেশক ও তাদের অনুষ্ঠানকে বয়কট করবে ইন্ডিয়া জোট। কোন কোন সংবাদমাধ্যম ও সঞ্চালকরা এই তালিকায় থাকবেন, তা শীঘ্রই প্রকাশ করা হবে।

প্রসঙ্গত, বিরোধী দলগুলি দীর্ঘদিন ধরেই সংবাদমাধ্যমের একাংশের বিরুদ্ধে একপাক্ষিক সংবাদ পরিবেশনের অভিযোগ তুলেছে। রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রাকেও যথাযথ প্রচারের আলোয় আনা হয়নি বলেই অভিযোগ করেছিল কংগ্রেস।  সেই সময় রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বলেছিলেন, “সোশ্যাল মিডিয়ায় ভারত জোড়ো যাত্রা ব্য়াপক জনপ্রিয়তা অর্জন করলেও অনেক সংবাদমাধ্যম এই যাত্রাকে বয়কট করছে। লক্ষাধিক মানুষ যাত্রায় অংশ নিচ্ছেন। কেন তা সংবাদে দেখানো হচ্ছে না?”

এর আগে ২০১৯ সালের মে মাসেও কংগ্রেস এক মাসের জন্য সমস্ত টেলিভিশন শো বয়কট করেছিল কংগ্রেস। এবার সেই পথেই হাঁটতে চলেছে ইন্ডিয়া জোটও।