Video: ভাঙল ইন্ডিয়া জোটের মঞ্চ, পড়ে যাচ্ছিলেন রাহুল, হাত ধরলেন কে?
India block stage caves in: হেভিওয়েট নেতারা পা রাখতেই ভেঙে গেল ইন্ডিয়া জোটের মঞ্চ। সোমবার (২৭ মে), বিহারের পালিগঞ্জে। ভারসাম্য হারিয়ে পড়েই যাচ্ছিলেন রাহুল। সঙ্গে সঙ্গে হাত ধরে বাঁচালেন শরিক দলের এক নেত্রীা।
নয়া দিল্লি: ভেঙে গেল ইন্ডিয়া জোটের মঞ্চ। সোমবার (২৭ মে), বিহারের পালিগঞ্জে ইন্ডিয়া জোটের এক সমাবেশ ছিল। কংগ্রেস নেতা রাহুল গান্ধী, আরজেডি নেতা তেজস্বী যাদব এবং মিসা ভারতীর মতো হেভিওয়েট নেতারা মঞ্চে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যায় সভামঞ্চ। মঞ্চের পাটাতন ভেঙে পা আটকে যায় রাহুল গান্ধীর। অল্প সময়ের জন্য ভারসাম্যও হারান তিনি। পড়ে যেতে পারতেন। কিন্তু, মিসা ভারতী তাঁর হাত ধরে নেন। নিরাপত্তা কর্মীরা রাহুলকে মঞ্চ থেকে নেমে আসার জন্য অনুরোধ করলেও, কংগ্রেস নেতা তা শোনেননি। সভার কাজ এগিয়ে নিয়ে যান।
রাহুল দাবি করেন, নরেন্দ্র মোদী আর ক্ষমতায় ফিরছেন না। কারণ দেশব্যাপী ইন্ডিয়া জোটের এক শক্তিশালী তরঙ্গ দেখা যাচ্ছে। এই জোট ক্ষমতায় এলে অগ্নিপথ প্রকল্প বাতিল করা হবে বলে জানান তিনি। তিনি বলেন, “ইন্ডিয়া জোট সরকার গঠন করলে, অগ্নিপথ প্রকল্প প্রত্যাহার করা হবে। মোদীজি সৈন্যদের শ্রমিকে পরিণত করেছেন। কেন্দ্র সেনাবাহিনীতে দুটি বিভাগ তৈরি করেছে, একদিকে অগ্নিবীর এবং অন্যদিকে অন্যান্যরা। একজন অগ্নিবীর আহত বা শহিদ হলে, তিনি শহিদের মর্যাদা বা ক্ষতিপূরণও পাবেন না। কেন এই বৈষম্য?”
Watch: Chaos erupted at Rahul Gandhi’s rally in Paliganj, Patliputra Lok Sabha constituency pic.twitter.com/HfTDjG46i5
— IANS (@ians_india) May 27, 2024
সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে, প্রধানমন্ত্রী মোদী নিজেকে ইশ্বর প্রেরিত দূত বলেছেন। তাঁর সেই মন্তব্যকে কটাক্ষ করে কংগ্রেস নেতা বলেছেন, “৪ জুনের পর, ইডি মোদীকে দুর্নীতির বিষয়ে জিজ্ঞাসা করবে। তিনি বলবেন আমি কিছুই জানি না। আমাকে ঈশ্বর পাঠিয়েছেন। কংগ্রেস নেতা আরও দাবি করেন, ইন্ডিয়া জোটের সরকার সমস্ত বন্ধ কারখানা খুলবে এবং ৩০ লক্ষ চাকরির শূন্যপদ পূরণ করবে।
অন্যদিকে, তেজস্বী যাদব দাবি করেন, মোদী তাঁর প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন। তাই তিনি এখন বিভেদমূলক বক্তব্য রাখছেন। তিনি বলেন, “এই মিথ্যা, এই হিন্দু-মুসলিম আলোচনার প্রতিশোধ নেবে বিহারের জনগণ। তারা এখানকার মানুষের জন্য কী করেছে? তারা কাজের কথা বলতে পারে না। তারা বিহারে বাজে কথা বলছে। প্রধানমন্ত্রী মোদী এখানে কী করবেন, তা বলা উচিত ছিল। কিন্তু তিনি তা করেননি। মূল সমস্যা হল মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব। প্রধানমন্ত্রী মোদী ‘মুজরা’র কথা বলে প্রধানমন্ত্রীর পদের অবমাননা করেছেন।”