Times Higher Education Impact Rankings 2024: ‘টাইমস’ পত্রিকার বিচারে ভারতই প্রথম! ‘মোদীর জন্যই’ দাবি ফিল ব্যাটির

Times Higher Education Impact Rankings 2024: সারা বিশ্বের সেরা উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলির ক্রমতালিকা তৈরি করে টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং। তবে প্রথাগত উপায়ে নয়, এই ক্রম দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে। ২০১৯ সালে এই তালিকায় ভারতের মাত্র ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান জায়গা পেয়েছিল। ৫ বছর পর, টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২৪-এ জায়গা পেয়েছে ১০৫টি ভারতীয় বিশ্ববিদ্যালয়।

Times Higher Education Impact Rankings 2024: 'টাইমস' পত্রিকার বিচারে ভারতই প্রথম! 'মোদীর জন্যই' দাবি ফিল ব্যাটির
টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২৪-এ, ভারতই বিশ্বের সেরা Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Updated on: Jun 12, 2024 | 9:20 PM

নয়া দিল্লি: ৫ বছরের মধ্যে অভাবনীয় উন্নতি। সারা বিশ্বের সেরা উচ্চশিক্ষার প্রতিষ্ঠানগুলির ক্রমতালিকা তৈরি করে টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং। তবে প্রথাগত উপায়ে নয়, এই ক্রম দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে। ২০১৯ সালে এই তালিকায় ভারতের মাত্র ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান জায়গা পেয়েছিল। ৫ বছর পর, টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২৪-এ জায়গা পেয়েছে ১০৫টি ভারতীয় বিশ্ববিদ্যালয়। শুধু তাই নয়, এই তালিকায় সারা বিশ্বের মধ্যে ভারতের প্রতিনিধিত্বই সবথেকে বেশি। এরপর রয়েছে তুরস্ক এবং পাকিস্তান। প্রসঙ্গত, এবার ১২৫টি দেশ বা অঞ্চলের ২,১৫২টি বিশ্ববিদ্যালয়ের মূল্যায়ন করা হয়েছে।

টানা তৃতীয় বছরের জন্য এই তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি। যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রিটেনের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার এবং অস্ট্রেলিয়ার তাসমানিয়া ইউনিভার্সিটি। ভারতীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলির মধ্যে সবার আগে আছে অমৃতা বিশ্ব বিদ্যাপীঠম। তারা মূল তালিকায় ৮১তম স্থানে রয়েছে। এরপর আছে জেএসএস আকাদেমি অব হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ, লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি, মণিপাল আকাদেমি অব হায়ার এডুকেশন এবং শুলিনি ইউনিভার্সিটি অব বায়োটেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট সায়েন্সেস। এই সবকটি প্রতিষ্ঠানই রয়েছে তালিকায় ১০১ থেকে ২০০ ক্রমের মধ্যে। আর বিএস আবদুর রহমান ক্রিসেন্ট ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি রয়েছে ২০১ থেকে ৩০০-র মধ্যে।

টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২৪-এ ভারতেরই সবথেকে বেশি শিক্ষা প্রতিষ্ঠান স্থান পাওয়ায়, বুধবার (১২ জুন) সোশ্যাল মিডিয়ায় টাইমস ম্যাগাজিনের চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার, ফিল ব্যাটি প্রশংসায় ভরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তিনি লিখেছেন, “টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং ২০২৪-এ ভারত বিশ্বের এক নম্বর প্রতিনিধিত্বকারী দেশ। ২০১৯ সালে যেখানে মাত্র ১৩টি শিক্ষা প্রতিষ্ঠান এই তালিকায় জায়গা পেয়েছিল, নরেন্দ্র মোদীর নেতৃত্বে অসাধারণ সফল আন্তর্জাতিকীকরণ অভিযানের কারণে, এবার ভারতের ১০০টিরও বেশি বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্ক করেছে।”

আগেই বলা হয়েছে, টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাঙ্কিং-এর মূল্যানের পদ্ধতি, শিক্ষা প্রতিষ্ঠানগুলির প্রথাগত র‍্যাঙ্কিং পদ্ধতির থেকে অনেকটাই আলাদা। শিক্ষা প্রতিষ্ঠানগুলি তাদের গবেষণা এবং শিক্ষা, ব্যবসায়ী মহল এবং নীতি-নির্ধারকদের কাছে তাদের প্রসার এবং তাদের সম্পদের (মানব এবং স্থাবর ও অস্থাবর) মাধ্যমে রাষ্ট্রপুঞ্জের টেকসই উন্নয়ন লক্ষ্যে কতটা অবদান রাখছে, তার উপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয়গুলির মূল্যায়ন করা হয়। এই বছরের ফলাফলে দেখা গিয়েছে, ভারতীয় উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলি বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত, জীব বিজ্ঞান এবং ব্যবসায়িক অধ্যয়নের ক্ষেত্রে অনেকটা উন্নতি করেছে।